শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরিষাবাড়ীতে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৯:৩৩
সরিষাবাড়ীতে নাগরিকতা প্রকল্পের অবহিতকরণ সভা
ছবি : যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীতে উন্নয়ন সংঘের উদ্যোগে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড এমপাওয়ারহার প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অবহিতকরণ সভায় উন্নয়ন সংঘের মানব সম্পদ বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম।

1

সভার শুরুতে নাগরিকতা (এমপাওয়ারহার) প্রকল্পের কার্যক্রম বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশের মনির উদ্দিন। এতে জানা যায়, কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, এইচআরভি ও জিবিভি প্রতিরোধ, নারী-নেতৃত্বাধীন নাগরিক ফোরাম, সম্প্রদায় সচেতনতা, জবাবদিহিতামূলক শাসন প্রচার, জেন্ডার ইকুয়ালিটি, দরিদ্র যুবকদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কাজ করা হবে। আরও জানা যায়, উপজেলার আটটি ইউনিয়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদ হাসান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খালেকুজ্জামান, একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সহ-সভাপতি আলী আকবর,

সাধারণ সম্পাদক মোঃ বাদশা ভূঁইয়া, শিক্ষক হাবিল উদ্দিন, মোস্তফা আল মামুন, উন্নয়ন সংঘের উপজেলা ফ্যাসিলিলেটর রবিউস ছানী, সাংবাদিক শফিকুল ইসলাম, মনিনুল ইসলাম কিসমত, সোহানুর রহমান সোহান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে