গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রাথমিক সদস্য ও দলের সুফলভোগীদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকালে কার্যালয় মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব মুহাম্মদ ইকবাল হুসাইন।
গাজীপুর বিআরডিবি'র উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন। কাপাসিয়া উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিআরডিবি পরিচালক মোঃ আবু হানিফ প্রমুখ।
প্রশিক্ষণে ১৮ হতে ৪৫ বছর বয়সের ৪০ জন প্রাথমিক সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৫ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছে। প্রশিক্ষণে ইউসিসিএভুক্ত প্রাথমিক সমবায় সমিতি হতে ২০ জন এবং সমাপ্ত প্রকল্প কর্মসূচি হতে ২০ জন সদস্য মনোনীত হয়েছেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়।