শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আটপাড়ায় শুনই ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ১৯:৩৬
আটপাড়ায় শুনই ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ
ছবি : যায়যায়দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের মোট ১৭১৮ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

1

চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মমিন, শুনই ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রবীর সরকার , ইউপি সচীব আমিনুল ইসলাম, ২ নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব হাসান সানজু, প্যানেল চেয়ারম্যান -১ ফকির আনোয়ার, ইউপি সংরক্ষিত সদস্য ফুলেসা আক্তার প্রমুখ

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সরকারের এই সহায়তা প্রকৃতপক্ষে দরিদ্র মানুষের জন্য একটি বড় সহায়তা। আমরা চেষ্টা করছি সঠিক উপকারভোগীদের কাছে যেন এই চাল পৌঁছায়।”

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে ও স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রতি বছর ঈদ উপলক্ষে এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠী কিছুটা স্বস্তি পেয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে