গাইবান্ধা শহর থেকে পুবে কুঠিপাড়া নামক এলাকায় নকল জুস, চিপস ও চকলেটসহ বিভিন্ন শিশু খাদ্য উৎপাদনকারী তিন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক ও ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে সেনাবাহিনী।
গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অধীনে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে বুধবার সকালে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) নামের দুইজনকে আটক করা হয়।
সেনাবাহিনী সুত্রে জানায়, আটক দুই ব্যক্তি নিজেদের বাড়ির ভেতরই অবৈধভাবে এসব শিশু খাদ্য প্রস্তুতের কারখানা গড়ে তুলেছিলেন। অভিযানে দুটি নকল পণ্যের কারখানা, ৮টি প্রস্তুতকারক মেশিন, বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় পণ্য জব্দ করা হয়। এছাড়া কারখানা থেকে একটি উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থও উদ্ধার করা হয়।
এ সময় জেলা সহকারী কমিশনার (সাধারন শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় কারখানার দুই মালিককে চার লক্ষ টাকা ও এক বছর করে কারাদন্ড এবং আরেক কারখানার মালিক অঞ্জনা আকতার গর্ভবতী থাকায় মানবিক বিবেচনায় ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক পরশ চন্দ্র বর্মন, সেনাবাহিনী ক্যাপ্টেন আসিব সহ আইনশৃঙ্খলার সদস্যবৃন্দ।