ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা এসময় ১৭টি গরু লুট করে নিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বুধবার (২৮ মে) ভোর চারটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট হতে দাশুড়িয়া হাইওয়ে সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অতিরিক্ত পুলিশ সুপার গরু ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।
জানা যায়, দিনাজপুরের চিরিরবন্দর হতে ১৭টি গরু বোঝাই ট্রাক নিয়ে গরুর ব্যপারী কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মুলাডুলি রেলগেট অতিক্রম করার পর ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি ট্রাক ও পিকআপ নিয়ে গরু বোঝাই ট্রাকটিকে অবরোধ করে কাঁচারস্তায় নামিয়ে দেয়। পরে ডাকাতদলের একটি গ্রুপ অস্ত্রের মূখে গরুর ব্যাপারী জিয়া হোসেন চালক নাহিদকে হাত-পা বেঁধে পিকআপে তুলে রাজশাহীর দিকে রওনা হয়। আরেক গ্রুপ ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়।
ডাকাতরা গরুর মালিক জিয়া ও পিকআপ চালক নাহিদকে রাজশাহীর চারঘাট এলাকায় একটি আমবাগানে বেঁধে রেখে পালিয়ে যায়। সকালের দিকে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ৯৯৯ ফোন দিলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গরুর মালিক ভিকটিম জিয়া ও চালক নাহিদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে কুষ্টিয়া এলাকা হতে বিকালের দিকে গরুর ট্রাকটি উদ্ধার হয়েছে। তবে গরু উদ্ধার হয়নি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পাওয়ার পর সকালেই ভুক্তভোগী গরুর মালিক ও ট্রাক চালককে উদ্ধার করা হয়। পুলিশী অভিযানে বিকালের দিকে কুষ্টিয়া থেকে গরুর খালি ট্রাক উদ্ধার হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন।