যশোরের চৌগাছায় প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা এনজিও আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২৮মে) দিনব্যাপী কর্মশালা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ। সংস্থাটির কর্মসূচী সমন্বয়কারী মোঃ আবু হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথুনুর রহমান, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশীদ, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, অনার্স তৃতীয় বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী আর্জিনা খাতুন, চৌগাছার প্রতিবন্ধী আবিস্কারক ওয়াকিমুল ইসলাম রিফাত, আশরাফ ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক রেজাইল করিম, কমিউনিটি সিবিআর ইন্টার্ন জহুরা খাতুন, আশুরা খাতুন ও পিংকি খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওলিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসি খাতুন, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক, চৌগাছা পৌরসভার প্রকৌশলী রুহুল আমীন, প্রধান শিক্ষক শাহিনুর রহমান, শিরিন সুলতানা, সামাউল ইসলাম, রুহুল আমিন, ইউনূস আলী, আয়ূব হোসেনসহ উপজেলার চৌগাছা পৌরসভা, চৌগাছা সদর ইউপি, নারায়নপুর ইউপি, স্বরুপদাহ ইউপি, ধুলিয়ানী ইউপির বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন এনজিও ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
কর্মশালায় জানানো হয়, লিলিয়ন ফন্ডসের অর্থায়নে ও সিডিডির সার্বিক ব্যবস্থাপনায় আশরাফ ফাউন্ডেশন চৌগাছা উপজেলার ধুলিয়ানী, নারায়নপুর, চৌগাছা পৌরসভা, স্বরুপদাহ ও চৌগাছা সদর ইউনিয়নের ৫দিন বয়স থেকে ২৫ বছর বয়সী ৪০০ প্রতিবন্ধীকে নিয়ে ৫বছর মেয়াদী একটি প্রকল্পের কাজ করছে। প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও অধিকার বিষয়ে সংস্থাটি ২০০৫ থেকে কাজ করে আসছে বলেও জানানো হয় কর্মশালায়।