সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে চুরি মামলার ১ জন আসামী গ্রেফতার ও চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার তারাকান্দী গ্রামের মৃত ফজলুর রহমান এর ছেলে মোঃ লুৎফর রহমান দির্ঘদিন ধরে বিভিন্ন মসজিদের ব্যাটারি চুরি করে আসছিলো। পরে ব্যাটারি চুরির ঘটনার ব্যাপারে মসজিদ কমিটির কোষাধক্ষ সাইকুল ইসলাম বাদী হইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে উক্ত আসামীর বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা রুজু করা হয়।
উক্ত মামলার তদন্তকারী অফিসার আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। তদন্তকালে উক্ত আসামীর দেওয়া তথ্যমতে অভিযান করিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা থানা এলাকার তাহার বাড়াটিয়া বাসা হইতে আন্তরপুর ও রাজেন্দ্রপুর গ্রাম জামে মসজিদ হইতে চুরি যাওয়া ১টি ব্যাটারি উদ্ধার করা হইয়াছে।
এবিষয়ে এসআই বিকাশ সরকার বলেন, তদন্তকালে আরও জানা যায় উক্ত আসামী উল্লেখিত মসজিদ সহ আশেপাশের একাধিক মসজিদ হইতে মুসল্লি হিসাবে মসজিদে প্রবেশ করিয়া দীর্ঘদিন যাবত মসজিদের ব্যাটারি চুরি করিয়া আসিতেছে। চুরির মামলার বিষয়টি তদন্ত অব্যাহত আছে।