দিনাজপুরের পার্বতীপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে পার্বতীপুর পৌর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর ফুটবল একাডেমি আয়োজিত উদ্বোধনী ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করে সাগর একাডেমী চিরিরবন্দর বনাম ফ্রেন্ডস একাডেমী বাগেরহাট জেলা দল। খেলাটি ১-১ গোলে ড্র হয়।
উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান মাশরাফি প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এজাজুল হক,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোমিনুল ইসলাম মোমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইফতেখার আহমেদ রিগেন,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব এমারত হোসেন প্রমূখ।
ম্যাচ পরিচালনা করেন আলমগীর হোসেন। সহকারী হিসেবে ছিলেন, সাগর ও সুজন। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন,খাইরুল আলম লিটন।
আগামী শুক্রবার ৩০মে পার্বতীপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অংশ গ্রহণ করবে,পার্বতীপুর ফুটবল একাডেমী বনাম ফ্রেন্ডস একাডেমী বাগেরহাট বলে জানা গেছে।