শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ২০:৪২
মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা
ছবি : যায়যায়দিন

নওগাঁর মান্দায় ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) দুপুরে ১ নং ভারশোঁ, ৩নং পরানপুর ও ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।

এসময় ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউ’পি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান এবং প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল তাদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এর আগে মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তার ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

1

এসময় উক্ত ইউনিয়ন পরিষদগুলোর সকল ইউ’পি সচিব, ইউ’পি সদস্য, হিসাব সহকারী,উদ্যোক্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর অত্র ইউনিয়নগুলোতে কৃষি, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে