শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শার্শায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

শার্শা (যশোর) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ২০:৪৫
শার্শায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা
ছবি : যায়যায়দিন

যশোরের শার্শা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

1
বুধবার বিকালে নাভারণ ডিগ্রী কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠানটি হয়।

শার্শা সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ ও আহম্মদ আলী শাহিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, নাভারণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসী উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদক।

সভায় আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শার্শা সদর ইউনিয়নের সকল ওয়ার্ড শাখা নানা কর্মসুচি পালন করবে। কর্মসুচির মধ্যে থাকবে উয়ার্ড বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ( অর্ধ নমিত), আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষন প্রচার। এসব অনুষ্ঠানে উপজেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও তার টিমের সদস্যরা অংশ গ্রহন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে