শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ধুনটের নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ২০:৪৭
ধুনটের নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার
ছবি : যায়যায়দিন

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) তাকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজার রহমান নিমগাছী ইউনিয়নের সোনাহাটা গ্রামের সামছুল হকের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

1

ধুনট থানার এসআই আমিত হাসান মাহমুদ জানান, ২০২৩ সালের ৭ জুন পশ্চিমভরনশাহী এলাকায় বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় চলতি বছরের ২৬ জানুয়ারি আওয়ামীলীগের ৭৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে অজ্ঞাত আসামী হিসাবে মোস্তাফিজারকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে