ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন এলাকায় রেলওয়ে ভূমিতে গড়ে ওঠা ২৫টি অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) বিকেলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আখাউড়া থানা পুলিশ আদালতকে সহযোগিতা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আখাউড়া রেলস্টেশন এলাকার পাশে রেলওয়ের মালিকানাধীন জমিতে অনুমতি ছাড়া চা-স্টল, ফাস্টফুডের দোকান, ফল-মূলসহ নানা ধরণের দোকানপাট গড়ে উঠছিল। এতে একদিকে যেমন সরকারি জমির দখল হচ্ছিল, অন্যদিকে সৃষ্টি হচ্ছিল যানজট ও জনদুর্ভোগ। ভূমি উদ্ধার ও দোকানপাট উচ্ছেদ করায় জনচলাচলে পথ সুগম হলো।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের আখাউড়া নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, আখাউড়া রেলস্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট (এসএস) নূর নবীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে আখাউড়া নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, উচ্ছেদ অভিযানের ফলে স্টেশন এলাকায় যাত্রীদের চলাচল সহজ হবে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়ছল উদ্দিন বলেন, রেলওয়ের এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সামনে ঈদুল আজহা উপলক্ষে রেলস্টেশনে যাত্রীচাপ অনেক বেড়ে যাবে।
এই সময় যেন কোনো যানজট বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আজকের অভিযান। রেলওয়ের অন্যান্য জমিতেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।