মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ১৭ জুন ২০২৫, ১৫:২৯
গাংনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: প্রতীকী

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন ( ১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ফাহিম হোসেন ওই গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

পারিবারিক সুত্র জানায়, ফাহিম হোসেন তার কয়েকজন বন্ধুকে নিয়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পুকুরে গোসল করতে যায়।

এ সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় ফাহিম। অনেক খোঁজাখুজির পর তার বন্ধুরা তাকে না পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়।

পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ফাহিমকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে