মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সোনাতলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৫, ২০:০০
সোনাতলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
ছবি: যায়যায়দিন

বগুড়ার সোনাতলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য কর্মসূচি (WFP)-এর সহায়তায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বীকৃতি প্রামাণিক। সভাটি পরিচালনা করেন ইএসডিও’র কর্মকর্তা মো. আমির হোসেন।

আলোচনায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পূর্বপ্রস্তুতি, ঝুঁকি নিরূপণ, স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা ও টেকসই পরিকল্পনার বিষয়ে আলোচনা উঠে আসে।

সভায় আরও উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হক টুল্লু, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম,

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাঈনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেফাউল আজম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. শাহিন মিয়া, প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর মো. ওয়াসিম, ফিল্ড ফ্যাসিলিটেটর মজনু আলম ও আল্পনা বেগম।

সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণে আন্তরিক সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে