ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ৮০ হাজার রুই জাতীয় মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে।
পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমানসহ অফিসের কর্মচারীরা।
পোনা অবমুক্ত শেষে ধরখার থেকে খড়মপুর মাজার ঘাট পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে ২টি খরা জালের স্থাপনা উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
এসময় জালে আটকানো বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ নদীতে অবমুক্ত করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে বলে জানায় মৎস্য অফিস।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ২০২৪-২৫ আর্থিক সালের বিল নার্সারীতে উৎপাদিত রুই জাতীয় মাছের ৪-৫ ইঞ্চি সাইজের ৮০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে।