মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আখাউড়ায় মুক্ত জলাশয়ে ৮০ হাজার রুই মাছের পোনা অবমুক্ত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ৩০ জুন ২০২৫, ২০:০৫
আখাউড়ায় মুক্ত জলাশয়ে ৮০ হাজার রুই মাছের পোনা অবমুক্ত
আখাউড়ায় মুক্ত জলাশয়ে ৮০ হাজার রুই মাছের পোনা অবমুক্ত করা হয়: ছবি যায়যায়দিন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ৮০ হাজার রুই জাতীয় মাছের পোনা বিলে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজের বিলে এসব পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য পরিদর্শক ও ধরখার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাজেদুর রহমানসহ অফিসের কর্মচারীরা।

পোনা অবমুক্ত শেষে ধরখার থেকে খড়মপুর মাজার ঘাট পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করে ২টি খরা জালের স্থাপনা উচ্ছেদ ও বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

এসময় জালে আটকানো বেশ কিছু দেশীয় প্রজাতির মাছ নদীতে অবমুক্ত করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে বলে জানায় মৎস্য অফিস।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ২০২৪-২৫ আর্থিক সালের বিল নার্সারীতে উৎপাদিত রুই জাতীয় মাছের ৪-৫ ইঞ্চি সাইজের ৮০ হাজার পোনা অবমুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে