শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নদীর দেশ

কবির কাঞ্চন
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

নদীমাতৃক বাংলাদেশে কতো হাজার নদী

কলকলিয়ে ছলছলিয়ে বইছে নিরবধি।

নদীর ধারের মানুষগুলো নদী ঘিরে বঁাচে

জীবননদের উজানভাটা সুখে-দুঃখে আসে।

ভাঙাগড়ার দারুণ খেলায় মানুষগুলো মাতে

নতুন করে বসতবাড়ি গড়ে দিনেরাতে।

নদীর স্রোতে কভু আবার কারোর স্বজন হারায়

বুকের মাঝে নদী ছুটে প্রবল স্রোতধারায়।

মানুষ-নদী মিশে আছে হাজার বছর ধরে

নদীর প্রভাব সবচেয়ে বেশি বাংলাদেশির তরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33246 and publish = 1 order by id desc limit 3' at line 1