শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরটা হতে পারে মিমের

নিলুফা ইয়াসমিন
  ২৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০
বিদ্যা সিনহা সাহা মিম

মিডিয়ায় তার আগমন ঘটে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। চলচ্চিত্র দিয়েই যাত্রা শুরু হয় তার। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে অভিনয়ে যাত্রা। ক্যারিয়ারের ১০ বছর পার করে বিদ্যা সিনহা মিম এখন ঢাকাই সিনেমার অপরিহাযর্ নায়িকা। শুধু ঢাকাই সিনেমাতেই নয়, টলিউডের সিনেমাতেও নিয়মিত যাতায়াত করছেন তিনি। আর চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ায় ছোটপদার্ থেকে নিজেকে সরিয়ে এনেছেন। যদিও শোবিজে প্রবেশের পর মডেলিং ও ‘এবং’ নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে ছোটপদাের্তও আলোচিত ছিলেন তিনি। কিন্তু একজন অভিনেত্রীর একমাত্র স্বপ্নরাজ্য হচ্ছে চলচ্চিত্র। তাই তো আপাতত চলচ্চিত্রই একমাত্র ধ্যান-জ্ঞান তার। নতুন বছরটি হতে পারে বিদ্যা সিনহা সাহা মিমেরÑ এমনটাই ভাবছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

চলতি বছরটা অন্যরকম একটা বছর ছিল বিদ্যা সিনহা মিমের। বছর জুড়েই ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে তার। আলোচনাতেও ছিলেন তুঙ্গে। বছরের সবচেয়ে বেশি সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। কদিন পর পরই নতুন নতুন খবর দিয়েছেন মিম। বলা চলে, প্রতি সপ্তাহেই একটা করে চমক দেখিয়েছেন তিনি। কখনো এপার বাংলার শাকিব খানে সঙ্গে, কখনো ওপারের জিতের সঙ্গে কাজ। নতুন ছবিতে চুক্তিবদ্ধ এবং ছবি মুক্তির খবর। এ ছাড়া পূজা এবং জন্মদিনে রকমারি আয়োজনÑ সব মিলিয়ে প্রচার-প্রচারণাতেও শীষের্ ছিলেন তিনি।

সুখবর দিয়েই শুরু হয় মিমের ২০১৮। ১ জানুয়ারি দেশের প্রায় সবকটি পত্রিকায় প্রকাশ করে মিম অভিনীত ‘আমি নেতা হবো’ সালের সেন্সর ছাপড়পত্র পাওয়ার খবর। এর মাধ্যমে দীঘর্ ৮ বছর পর শাকিব খানের বিপরীতে কাজের সুযোগ মেলে তার। একই সময়ে ‘পাষাণ’ ছবিটির কাজও তখন শেষ। সেখানে মিমের ভাষ্য ছিল, ‘বছরের শুরুতেই দশর্ককে দুইটি ছবি মুক্তির সুখবর দিতে পারছি। এটা আমার জন্য অনেক আনন্দের। দুইটি ছবির গল্পই অনেক সুন্দর। আলাদা আলাদা চরিত্রে দেখা যাবে আমাকে। ছবিগুলো নিয়ে আমি আশাবাদী। আশা করি, দশের্কর ভালো লাগবে।’

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের খবর, প্রথমবারের মতো কলকাতার নায়ক জিতের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিম। ছবির নাম ‘সুলতান’। এরপর ১১ জানুয়ারি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবির ‘লাল লিপস্টিক’ শিরোনামের একটি আইটেম গান। প্রকাশের পর পরই হইচই পড়ে যায়। ভারতের প্রিয় চ্যাটাজির্র লেখা এ গানে সুর করেছেন আকাশ। গেয়েছেন তৃষা চ্যাটাজির্ ও আকাশ। জানুয়ারির তৃতীয় সপ্তাহে হোম টেক্স নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ হন মিম। ফেব্রæয়ারিতে রূপালি পদার্য় দেখা মিলে মিমের। ‘আমি নেতা হবো’ দিয়ে সরব হয়ে ওঠেন তিনি। একই মাসে শেষের দিকে কলকাতায় সুলতান ছবির শুটিং শুরু করেন এই লাক্সকন্যা। মাচের্ ‘পাষাণ’ ছবির ট্রেলার প্রকাশ। এপ্রিলেই আরেকটি নতুন ছবির খবর। এ ছাড়া পূজা, জন্মদিনসহ বিশেষ দিনগুলোতে মিমের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেপ্টেম্বরে শুরু করেন ‘সাপলুডু’ সিনেমা। আর বছরের একদম শেষে এসে আবারও দুই বাংলার ছবিতে কাজ শুরু করেছেন তিনি। নতুন এই ছবির নাম ‘থাই কারি’।

বতর্মানে মিম থাইল্যান্ডে রয়েছেন ‘থাই কারি’র শুটিংয়ে। ফিরবেন ১ জানুয়ারি। ব্যাংকক থেকে মিম বলেন, ‘কমেডি ঘরানার সিনেমা ‘থাই কারি’। ভোজন রসিক বাঙালির খাবার নিয়ে মজার কাÐকারখানা দেখা যাবে এখানে। বন্ধুত্ব, প্রেম, প্রবাসীদের দিনযাপনের গল্প ফুটে উঠবে হাসির আড়ালে। ছবির প্রতিটি চরিত্রই বেশ মজার। জমজমাট একটি চিত্রনাট্য। কাজ করে খুব মজা পাচ্ছি। সোহম চক্রবতীর্র সঙ্গে এর আগে যৌথ প্রযোজনার ‘বø্যাক’ ছবিতে কাজ করেছিলাম। সেটি ছিল অ্যাকশনধমীর্ সিনেমা। তবে ‘থাই কারি’ ছবিতে আমাদের উপস্থিতি ও রসায়ন সবই ওই ছবির থেকে আলাদা। ছবিটি মুক্তি পাবে নতুন বছরের মাঝামাঝিতে। ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’

‘সাপলুডু’ নিয়েও অনেক প্রত্যাশা তার। মিম বলেন, যেহেতু দোদুল ভাইয়ের প্রথম সিনেমা, তাই দোদুল ভাই চেষ্টা করছেন তার মেধার সবটুকু দিয়ে কাজ করতে। আমি এবং আমরা যারা কাজ করছি প্রত্যেকেই যার যার মতো চেষ্টা করছি তার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ভালোভাবে কাজ করতে। এই সিনেমায় যে চরিত্রে কাজ করছি তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি দশর্ক এই সিনেমায় আমাকে একেবারেই নতুনরূপে দেখতে পাবেন। বলা যায়, প্রতিদিনই শুটিং করছি আর সাপলুডু মুক্তির প্রহর গুনছি। এখন থেকেই এই সিনেমার প্রতি আমার অন্যরকম ভালোলাগা তৈরি হয়েছে। নতুন বছরে আমার ‘দাগ’ ছবিটিও মুক্তি পাবে। এখানে আমার সঙ্গে আছেন বাপ্পী।’

দুই বাংলার সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘খুব উপভোগ করছি। আশার কথা হচ্ছেÑ বাংলাদেশের চলচ্চিত্র এখন অনেক ভালোর দিকে এগোচ্ছে। তাদের মধ্যে প্রফেশনালিজম রয়েছে বেশ। কাজের সময় কাজ আর আড্ডার সময় আড্ডা চলে। আর একটি কাজের বাজেট যাই থাকুক না কেনÑ কিছু বিষয়ে কখনোই কম্প্রোমাইজ করে না, যেমনÑ লোকেশন, কস্টিউম, ডান্স, আটির্স্ট। যেখানে যেটার প্রয়োজন সেখানে তাই জোগান দিয়ে থাকেন। আর আমাদের এখানে দেখা গেছে, বাজেট কিংবা আনুষঙ্গিক অনেক কিছু মিলিয়ে পরিচালক বা টিম যে প্ল্যান করেন সেটা দেখা গেছে শেষ পযর্ন্ত থাকে না। আর ওদের ওখানে সময়ের ব্যাপারে খুব সিনসিয়ার। ৯টা মানে ৯টা। ঘড়ির সময় ধরে কাজ করা হয়। তাদের পোস্ট প্রোডাকশনের কাজ খুবই উন্নত। আমাদের এখানে এটা তেমন উন্নতি হয়নি। তবে একঝঁাক তরুণ মেধাবি নিমার্তা এখন খুব ভালো কাজ করছে। তাই তো কাজের ব্যাপক পরিবতর্ন হয়েছে। নতুন ধারার কাজ হচ্ছে এখন। মিমের ভবিষ্যৎ কেমন হবে? মিমের জবাব, এটা আসলে যার যার টিকে থাকার বিষয়। আর দশর্কই তো আসল। দশর্ক যাকে গ্রহণ করে নেবেন, সেই টিকে থাকবে। তবে সঠিক দিক-নিদের্শনাটাও প্রয়োজন। আমি খুব ভাগ্যবান যে, ক্যারিয়ারের শুরু থেকে এখন পযর্ন্ত নামি-দামি পরিচালকদের সঙ্গে কাজ করেছি, বিগ বাজেটের ছবি করার সুযোগ পেয়েছি এবং গল্প ও শৈল্পিক নিমাের্ণর ছবিতে কাজ করেছি। এটা সত্যিই অনেক পজিটিভ একটা বিষয়। দশর্ক আমাকে কতটা গ্রহণ করেছেন সেটাই হচ্ছে বিষয়। দশর্ক যদি পছন্দ করেন তাহলে আমি তাদের জন্য কাজ করব আর দশর্ক যখন আমাকে আর চাইবে নাÑ তখন আর কাজ করব না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<29070 and publish = 1 order by id desc limit 3' at line 1