শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাতক কন্যার হাতেই 'এমি অ্যাওয়ার্ডস'

জোডি কোমার। বিখ্যাত ইংলিশ টিভি সিরিজ 'কিলিং ইভে'তে একজন সাইকোপ্যাথিক রাশিয়ান ঘাতক চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন। ছোট্ট এই অভিনয় জীবনে এত বেশি পুরস্কার পেয়েছেন, যার দরুন অনেকেই তাকে পুরস্কারের রানি বলেও আখ্যায়িত করেন। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি বড় সম্মাননা জুটলো তার ক্যারিয়ারের ঝুলিতে। তাকে নিয়ে লিখেছেন- রায়হান রহমান
নতুনধারা
  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
জোডি কোমার

রাশিয়ান ঘাতক 'ওকসানা আস্তানকোভা' চরিত্রটি অভিনেত্রী জোডি কোমারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও সেরা হওয়া যায়; তার জলজ্যান্ত প্রমাণ মার্কিন এ অভিনেত্রী। তাকে ব্রিটিশরা পুরস্কার কন্যা বলেও ডাকেন। কারণ, জোডির ক্যারিয়ারে কাজের চেয়ে পুরস্কারের সংখ্যাই বেশি। যে চরিত্রে মনোযোগ দিয়েছেন, পুরস্কার বাগিয়ে এনেছেন। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন ব্রিটিশ একাডেমি টেলিভিশন পুরস্কার ও প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডস। তার অভিনীত কমেডি ড্রামা সিরিজ 'মাই ম্যাড ফ্যাট ডায়রি' ও 'স্টারজ মাইনসারি দ্য হোয়াইট প্রিন্সেস' যুক্তরাজ্যেও টিভি সিরিজের মধ্যে সবচেয় জনপ্রিয়। 'ওকসানা আস্তানকোভা'র মতই 'এলিজাবেথ ক্লো গেমেল' জোডির আরেকটি দর্শকনন্দিত কাজ।

\হজোডি কোমারের জন্ম ১৯৯৩ সালের ১১ মার্চ। যুক্তরাজ্যের লিভারপুরে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এভারটন ছিলেন এফসি ক্লাবের ম্যাসেজ থেরাপিস্ট। অন্যদিকে তার মা একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে সামান্য বেতনে কাজ করতেন। ফলে জোডির ছেলেবেলা কেটেছে লিভারপুরের শহরতলিতেই। স্থানীয় সেন্ট জুলির ক্যাথলিক উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। লেখাপড়ায় বরাবরই ছিলেন দুর্দান্ত। স্কুলে থাকা অবস্থায় অভিনয় শিক্ষকের নজরে আসেন জোডি। মূলত তার হাত ধরেই অভিনয়ের শোপান গিলেন বর্তমান সময়ের আলোচিত এ অভিনেত্রী।

কিছুদিন আগে ব্রিটিশ গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন জোডি কোমার। এতে নিজের শৈশব নিয়ে কথা বলেন। ভেজা চোখে স্মৃতি আওড়ান জোডি। বলেন, 'একবার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে বেশ কয়েকদিন স্কুলের অভিনয় দলের সঙ্গে রিহার্সাল করতে পারিনি। এর শাস্তি হিসেবে দল থেকে আমাকে বের করে দেয়া হয়। খুব কস্ট পেয়েছিলাম বিষয়টি তখন মেনে নিতে পারিনি। অভিনয়ই ছিল আমার ধ্যান-জ্ঞান। এখন সেসব কথা মনে হলে নিজের অজান্তেই চোখ ভিজে যায়। জীবনের একটা পর্যায়ে টাকার জন্য মদের দোকানেও (বার) কাজ করেছি আমি।'

জোডি সর্বপ্রথম নাটকে কাজের সুযোগ পান বিবিসি রেডিওতে। সেখানে একটি অডিশিন দিতে গেলে তাকে নির্বাচিত করা হয়। এবং পরপর চারটি নাটকে কাজের সুযোগ দেয়া হয়। সেই থেকেই শুরু। নিজের দক্ষতা ও অভিনয়ে মুন্সিয়ানা দেখিয়ে টিকে গেছেন শোবিজ অঙ্গনে। এটকু একটু করে নিজেকে করেছেন পরিণিত, হয়েছেন বিশ্ব শোবিজ অঙ্গনের অপরিহার্য।

২০০৮ সালে দ্য রয়েল টুডে সিরিজের একজন অতিথি চরিত্রে অভিনয়ের পর থেকেই তাকে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। এরপর হলবি সিটি, ডক্টর, সাইলেন্ট উইটনেটস, ক্যাজুয়ালিটি, ল' অ্যান্ড অর্ডার : উকে, ভেরা এবং ইন্সপেক্টর জর্জ গেন্টির মতো সিরিজে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বেশকিছু বিখ্যাত টিভি সিরিজেও এ অভিনেত্রী কাজ করেছেন কেন্দ্রীয় চরিত্রে। তার মধ্যে জাস্টিস, রিমেমবার মি ও ক্লো জেমেল অন্যতম। কাজ করেছেন কৌতুক অভিনেত্রী হিসেবেও। বিবিসি ওয়ানে প্রচারিত টেলিভিশন চলচ্চিত্র লেডি চ্যাটারলিতে হাজির হয়েছিলেন একজন কমেডিয়ান চরিত্রে। একই বছর জোডি ডক্টর ফস্টারে উপস্থিতি হয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। যার ফলে তাকে ব্রিটিশ টেলিভিশন একাডেমি সেরা অভিনেত্রীর পুরস্কার দেয়। এ ছাড়াও জোডি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে 'স্টারস অব টুমার' খেতাপ অর্জন করেন। ২০১৭ সালে 'এ হোয়াইট প্রিন্সেস' শিরোনামে একটি সিরিজে তরুণ এলিজাবেথের চরিত্রে অভিনয় করার পথ থেকে বায়োপিক নির্মাণের হিড়িক লেগে যায় ব্রিটিশ মুলুকে। সেই থেকেই চলছে জোডি কোমার ঝড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<68318 and publish = 1 order by id desc limit 3' at line 1