শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
এ সময়ের চলচ্চিত্রে পরিচিত মুখ আইরিন সুলতানা। এক সময়র্ যাম্প মডেলিং করলেও বর্তমানে চলচ্চিত্রে অভিনয় করেই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বাংলাদেশি চলচ্চিত্রের পাশাপাশি কাজ করেছেন কলকাতার ছবিতেও। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন এ নায়িকা। অভিনয়, ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন-

আইরিনের চলমান দিন

মাসুদুর রহমান
  ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
আইরিন সুলতানা

অভিনয়েই ব্যস্ততা...

চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দুই মাধ্যমেই ব্যস্ত আছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। বুলবুল জিলানীর 'রোদ্রছায়া', অরণ্য পলাশের 'গন্তব্য', সাইফ চন্দনের 'টার্গেট' ছবির শুটিং শেষ করেছেন। বাংলাদেশের এ কয়েকটি ছবির পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে কলকাতা প্রোডাক্টশনের 'শিবরাত্রি' ছবিটিও। ছবিগুলো নিয়ে আইরিন বলেন, 'ছবিগুলোর কাজ শেষ করেছি অনেক আগে তবে কোনটা কবে মুক্তি পাবে তা বলতে পারছি না। তবে প্রতিটি চলচ্চিত্রে আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। ছবিগুলো নিয়ে আমি ভালো কিছু আশা করছি।'

ফেব্রম্নয়ারিতে কলকাতার নতুন ছবির শুটিং...

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকান্ড ও এই বাহিনীর সদস্যদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে 'সেভ লাইফ'। ছবিটি পরিচালনা করছেন আমিরুল ইসলাম শোভা। এর শুটিং শুরু হয়েছিল গত বছর। এতে ফায়ার সার্ভিস কর্মীর চরিত্রে অভিনয় করছেন আইরিন। এ ছাড়া অনন্য মামুনের 'পার্টনার' ছবিতেও কাজ করছেন তিনি। এ দুটো ছবির শুটিং শেষ না হলেও চলতি বছরের ফেব্রম্নয়ারিতে শুরু করবেন কলকাতার লোকাল ছবি 'কাউন্ট ডাউন'-এর শুটিং। ঢালিউডের এ নায়িকা বলেন, 'ছবিটির চুক্তি অনেক আগেই হয়েছিল। এবার শুটিংয়ে যাচ্ছে ছবিটি। সিনেমাটি পরিচালনা করবেন পার্থ সারথী ভট্টাচার্য। প্রযোজনা করছে ক্রিয়েটিভ নির্ভানা। সব কিছু ঠিক থাকলে ফেব্রম্নয়ারি মাসের শেষ নাগাদ শুটিং শুরু হবে। ছবিটি নিয়ে আমি ভীষণ এক্সসাইটেড। অপেক্ষায় আছি শুটিংয়ের।'

নারীবাদী প্রেক্ষাপটের ছবি...

কলকাতার 'কাউন্ট ডাউন' ছবি নিয়ে উত্তেজিত থাকলেও এ ছবিতে নায়ক কে থাকছেন তা জানাতে পারেননি আইরিন। ছবির গল্পটি গড়ে উঠেছে নারীবাদী প্রেক্ষাপটে। এক কথায় এটি একটি নারীবাদী সিনেমা। আইরিন বলেন, 'ছবির গল্পটি শোনার পর আমি রাজি হয়ে যাই কাজ করতে। ধর্ষণের শিকার নির্যাতিত নারীদের নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। মূলত ভিকটিমদের পক্ষে কথা বলার জন্যই আমার চরিত্রটি গড়ে উঠেছে।'

'বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাচ্ছি...

সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মিডিয়ার ধরন। এখন শুধু টেলিভিশন-চলচ্চিত্র নয়, যুক্ত হয়েছে ডিজিটাল পস্নাটফর্ম। সেই ধারাবাহিকতায় চলছে ওয়েব সিরিজ। অনেক নামিদামি তারকারাও কাজ করছেন ওয়েব সিরিজে। পিছিয়ে নেই আইরিন। ইতোমধ্যে একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, 'এই মাধ্যমটা অবশ্যই ইতিবাচক। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও এর প্রচলন শুরু হয়েছে। বিশ্ব যখন এগিয়ে চলছে তখন আমরা কেন পিছিয়ে থাকব। আমাদের দেশে এই মাধ্যমের কাজ শুরু হয়েছে অল্পদিন আগে। দিন দিন এই মাধ্যমটি বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। এখন অনেকেই এই মাধ্যমে কাজ করছেন। ভালো গল্প, ভালো নির্মাণ ও কাজের ক্ষেত্র ভালো হলে এতে সমস্যার কিছু নেই। আমিও দুটি ওয়েব সিরিজে কাজ করেছি। সম্প্রতি ওয়েব সিরিজ 'ধোঁকা'র শুটিং শেষ করেছি। এর পুরো শুটিং হয়েছে বালিতে। এটি শিগগিরই সিনেপটের অ্যাপসে প্রকাশ হবে।'

সুযোগ পেলে ছোট পর্দাতেও দেখা মেলবে ...

ছোট পর্দার অনেকে চলচ্চিত্রে নিয়মিত হলে আর নাটকে দেখা যায় না। আইরিনের বেলাতেও তাই। ২০০৯-১০ সালের দিকে 'ম্যান পাওয়ার' নামে নাটকে প্রথম কাজ করেন। কিন্তু প্রথম প্রচার হয় 'পৌষ-ফাগুনের পালা'। প্রথম 'রবি'র বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এই অভিনেত্রী বলেন, 'নাটকে আর কাজ করব না এটা হলফ করে বলছি না। আসলে চলচ্চিত্র নিয়ে ব্যস্ততায় নাটকে কাজ করার সুযোগ হচ্ছে না। তবে বিজ্ঞাপনে কাজ করছি। মাস তিনেক আগেও তো বিউটি প্রোডাক্টের একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সুযোগ পেলে ছোটপর্দাতেও কাজ করব।

বছরে ভালো মানের ২০টি সিনেমাই ইন্ডাস্ট্রিজের জন্য যথেষ্ট....

ক্রমশ চলচ্চিত্রের অবস্থা মন্দের দিকে যাচ্ছে। কমছে সিনেমা, বন্ধ হচ্ছে সিনেমা হল। দর্শক হল বিমুখ। লোকসানের কবলে পড়ছেন প্রযোজকরা। চলচ্চিত্রের এমন নাজুক পরিস্থিতি নিয়ে আইরিন বলেন, 'ভালোমানের ছবি নির্মাণ হলে দর্শক সিনেমা হলে আসবে। সেই সঙ্গে সিনেমা হলের পরিবেশ ভালো করতে হবে। বছরে অনেকগুলো ছবি না হয়ে যদি ভালো গল্পের, ভালো নির্মাণের, উন্নত প্রযুক্তি ব্যবহারে ২০টির মতো চলচ্চিত্র নির্মাণ হয় সেটাই সিনেমা ইন্ডাস্ট্রিজের জন্য অনেক কিছু। সংখ্যার চেয়ে মানের গুরুত্ব দেয়া দরকার। গত বছরে 'পাসওয়ার্ড', 'সাপলুডু'র মতো কয়েকটি ছবি মুক্তির পর টানা কয়েক সপ্তাহ সিনেমা হলে চলেছে। আমার অভিনীত 'আকাশ মহল' ও 'পদ্মার প্রেম' ছবি দুটো ছাড়া 'সাপলুডু' ছবিটি আমি দেখেছি, অনেক ভালো হয়েছে। দর্শকও গ্রহণ করেছেন। এরকম দর্শক ধরে রাখার মতো বছরে ১৫/২০টি ছবি নির্মাণ হলেই তো চলচ্চিত্রের অবস্থা পাল্টে যাবে।

স্টেজ শো ...

পর্দার পাশাপাশি মঞ্চেও কাজ করেন অনেক তারকা। অনেকেই পর্দায় কাজের অভাবে আবার কেউ কেউ চাহিদার কারণে মঞ্চে পারফর্ম করেন। শাকিব খান, সিয়াম, পপি, অপু বিশ্বাস, মেহজাবীনের মতো তারকারাও মঞ্চে কাজ করেন। তাদের সঙ্গে দেখা মেলে চিত্রনায়িকা আইরিনের। তিনি সর্বশেষ মঞ্চে পারফর্ম করেন গত বছরের শেষে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে। আইরিন বলেন, 'ভালো প্রস্তাব পেলে মঞ্চে প্রোগ্রাম করা হয়। সর্বশেষ থার্টিফার্স্টের একটি অনুষ্ঠান করেছিলাম। সামনে আরও কিছু প্রোগ্রাম হাতে আছে।'

মুক্তিপ্রাপ্ত ১০ ছবি নিয়ে উপলব্ধি...

আমি এই কাজটাকে ভীষণ ভালোবাসি। নিজের যতটা শ্রম- সবটা দিয়েই কাজটা করছি। আমি মনে করি, চূড়ান্ত উপলব্ধি তৈরি হতে এখনো অনেক দেরি। আত্মতুষ্টি না এলে উপলব্ধি আসে না। এখন পর্যন্ত যে কাজগুলো করেছি সবই ভালো। তবে সন্তুষ্ট হতে পারার মতো কাজ এখনো করা হয়ে ওঠেনি। অপেক্ষায় আছি। আশা করছি, সেই লেভেলের কাজও পেয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86471 and publish = 1 order by id desc limit 3' at line 1