শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা দ্বিতীয়পত্র

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর বাক্য ও উক্তি পরিবতর্ন ৫৪। যে বাচ্যের কমর্ থাকে না এবং বাক্যে ক্রিয়ার অথর্ই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে বলেÑ ক. কমর্কতৃর্বাচ্য খ. কমর্বাচ্য গ. ভাববাচ্য ঘ. কতৃর্বাচ্য সঠিক উত্তর : গ. ভাববাচ্য ৫৫। ‘বঁাশি বাজে ঐ মধুর লগনে’Ñ এটা কোন বাচ্যের উদাহরণ? ক. কমর্কতৃর্বাচ্য খ. কমর্বাচ্য গ. কতৃর্বাচ্য ঘ. ভাববাচ্য সঠিক উত্তর : ক. কমর্কতৃর্বাচ্য ৫৬। যে বাক্যে কমর্ই কতৃর্স্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে? ক. কমর্বাচ্য খ. ভাববাচ্য গ. কমর্প্রচনীয় অব্যয় ঘ. কমর্কতৃর্বাচ্য সঠিক উত্তর : ঘ. কমর্কতৃর্বাচ্য ৫৭। তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন’Ñ বাক্যটি কিসের উদাহরণ? ক. কমর্বাচ্যের খ. পরোক্ষ উক্তি গ. প্রত্যক্ষ উক্তির ঘ. কতৃর্বাচ্যের সঠিক উত্তর : গ. প্রত্যক্ষ উক্তির ৫৮। অথের্র সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবতর্ন করতে হয়? ক. ক্রিয়া এবং সবর্নাম পদের খ. কালের গ. সবর্নাম এবং বিশেষ্য পদের ঘ. অথের্র সঠিক উত্তর : ক. ক্রিয়া এবং সবর্নাম পদের ৫৯। ‘তিনি বললেন যে বইটা তার দরকার’Ñ বাক্যটি কিসের উদাহরণ? ক. প্রত্যক্ষ উক্তির খ. কমর্বাচ্যের গ. কতৃর্বাচ্যের ঘ. পরোক্ষ উক্তির সঠিক উত্তর : ঘ. পরোক্ষ উক্তির ৬০। প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়? ক. ওখানে খ. সেখানে গ. ঐখানে ঘ. এই খানে সঠিক উত্তর : খ. সেখানে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে