শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউজিসির চেক হস্তান্তর

শিক্ষা জগৎ ডেস্ক
  ২২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুবিপ্রবি) প্রথমবারের মতো দুই কোটি টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০ ডিসেম্বর ইউজিসি চেয়ারম্যানের ধানমÐির অফিস-কাম বাসভবনে এ চেক হস্তান্তর করা হয়। এ অথর্ বেতন ও আনুসঙ্গিক ব্যয় বহনের জন্য বিশ্ববিদ্যালয়টিকে বরাদ্দ দেয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের কাছ থেকে ২০১৮-২০১৯ অথর্বছরের জন্য চেকটি গ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ। চেক হস্তান্তর অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়টি শিগগিরই শিক্ষাকাযর্ক্রম শুরু করবে এবং এর প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে ইউজিসি থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। দক্ষ মানবসম্পদ তৈরিতে এ বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূণর্ ভ‚মিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, অথর্ ও হিসাব বিভাগের উপ-পরিচালক (বাজেট) মো. রফিকুল আলম এবং প্রশাসন বিভাগের উপ-সচিব মো. শাহিন সিরাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে