বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৩ আগস্ট ২০১৯, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ভারতকে ইরান

কাশ্মীরে বলপ্রয়োগ

করবেন না

যাযাদি ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি। বুধবার ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, কাশ্মীরের মুসলমানদের অবস্থা উদ্বেগজনক।

খামেনি বলেন, 'ভারত সরকারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তবে তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো, কাশ্মীরের সভ্য ও ভদ্র জনগণের বিষয়ে তারা ন্যায়ভিত্তিক নীতি গ্রহণ করবে এবং সেখানকার মুসলমানদের

ওপর কোনো ধরনের

বলপ্রয়োগ করবে না।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ভারত উপমহাদেশ থেকে চলে যাওয়ার সময় যুক্তরাজ্য যে 'শয়তানিসুলভ' পদক্ষেপ নিয়েছিল, তার পরিণতিতে আজ কাশ্মীর সংকট সৃষ্টি হয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। কাশ্মীরে সংঘাত জিইয়ে রাখতেই যুক্তরাজ্য এ ধরনের পদক্ষেপ নিয়েছিল

বলে তিনি জানান।

আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে সর্বোচ্চ নেতা বলেন, 'শত্রম্নরা ইরানের কোনো ক্ষতি করতে পারবে না। বিপস্নবের ৪০ বছর পার হয়েছে, আগামী ৪০ বছর হবে আমাদের জন্য আরও ভালো। কিন্তু শত্রম্নদের জন্য অপেক্ষা করছে আরও খারাপ সময়।' সংবাদসূত্র : পার্স টুডে

এভারেস্ট অঞ্চলে

পস্নাস্টিক নিষিদ্ধ

যাযাদি ডেস্ক

নেপালের এভারেস্ট অঞ্চলে একবার ব্যবহারযোগ্য পস্নাস্টিক নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। পর্বতারোহীদের ফেলে যাওয়া বর্জ্য হ্রাস করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নেপালের খুম্বু পাসাং লামু পৌরসভায় ২০২০ সালের জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

স্থানীয় কর্মকর্তারা বলেন, 'এটি আমাদের অঞ্চল, এভারেস্ট ও পর্বতটিকে দীর্ঘদিন পরিষ্কার রাখতে সাহায্য করবে।' স্থানীয় কর্তৃপক্ষগুলো সম্প্রতি মাউন্ট এভারেস্ট এলাকা থেকে ১১ টন আবর্জনা পরিষ্কার করেছে।

খুম্বু পাসাং লামু প্রদেশে সব ধরনের পানীয়ের পস্নাস্টিকের বোতল এবং ৩০ মাইক্রোনের কম প্রস্থের সব ধরনের পস্নাস্টিক পণ্য নিষিদ্ধ হবে। তবে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীর জন্য কোনো দন্ড এখনো ঘোষণা করা হয়নি।

প্রতি বছর এক লাখের মতো পর্যটক খুম্বু পাসাং লামুতে যান। ওই এলাকার পরিবেশ-প্রতিবেশে ওপর এদের যে প্রভাব পড়ে তা নিয়ন্ত্রণে নেপাল সরকার একের পর এক বিধিনিষেধ আরোপ করে চলছে। সংবাদসূত্র : বিবিসি

চীনে ভূমিধসে ৯

জনের প্রাণহানি

যাযাদি ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের স্বায়ত্তশাসিত একটি অঞ্চলে একের পর এক ভূমিধসে কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, আকস্মিক বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে ৩৩ বছর বয়সী একজন দমকল কর্মী রয়েছেন।

ভূমিধস ও প্রবল বর্ষণের কারণে হাজার হাজার বাড়িতে পানি এবং বিদু্যৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া এ দুর্যোগে অনেক সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা জনপ্রিয় এ পর্যটন অঞ্চল থেকে পর্যটকদের সরিয়ে নিতে ২০টি বাস ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন

গান স্যালুটে একটি

গুলিও ফুটল না!

যাযাদি ডেস্ক

পুরো রাষ্ট্রীয় মর্যাদায় বিহারের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে যখন দাহ করা হচ্ছে, তখন গান স্যালুট দিতে গিয়ে পুলিশের ২২টি রাইফেলের একটি থেকেও গুলি বের হয়নি। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। সে দিন বিহারের সুপাউল জেলায় জগন্নাথ মিশ্রের নিজ গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

দাহ চলার সময় পুলিশ সদস্যরা প্রয়াত মিশ্রকে গান স্যালুট দিতে গিয়ে ব্যর্থ হন। মুখ্যমন্ত্রী ও অন্য বিশিষ্টজনদের সামনেই এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের তাদের রাইফেলের ট্রিগার বার বার টেনে ব্যর্থ চেষ্টা করতে দেখা যায়।

এই ঘটনায় বিহারের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে মন্তব্য করে ঘটনার আশু তদন্ত চেয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের বিধায়ক পিপরা যদুবংশ কুমার যাদব। তিনিও শেষকৃত্যের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘ রোগ ভোগের পর ১৯ আগস্ট ৮২ বছর বয়সে জগন্নাথ মিশ্র মারা যান। সাবেক অধ্যাপক এই কংগ্রেস দলীয় নেতা তিনবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63491 and publish = 1 order by id desc limit 3' at line 1