রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
করোনা মহামারি

ফের চিকিৎসা পেশায় আইরিশ প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ০৭ এপ্রিল ২০২০, ০০:০০
ফের চিকিৎসা পেশায় আইরিশ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী লিও ভারাদকা

বাবা-মা, স্ত্রী এবং দুই বোন চিকিৎসক হলেও চিকিৎসা পেশা ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন লিও ভারাদকা। এখন তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। গোটা বিশ্বে করোনা মহামারির ভয়াবহতা দেখে আবারো পুরানো পেশায় ফিরছেন তিনি। অবশ্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে নয়। চিকিৎসক হিসেবে নিজের নাম আবার নিবন্ধিত করেছেন। প্রতি সপ্তাহে তিনি এক শিফটে করোনা রোগীদের সেবা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র।

সাত বছর ধরে চিকিৎসা পেশায় ছিলেন ভারাদকা। ডাবলিনের সেইন্ট জেমস হাসপাতাল ও কনোলি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছিলেন। ২০১৩ সালে চিকিৎসকের নিবন্ধিত তালিকা থেকে নাম মুছে রাজনীতি শুরু করেন।

তবে করোনা দুর্যোগে দেশে প্রায় পাঁচ হাজার মানুষ আক্রান্ত ও ১৫৮ জনের মৃতু্য নাড়া দিয়েছে তাকে। তার কার্যালয় সূত্র অনুযায়ী, যেসব এলাকায় যাওয়া সহজ হবে, সপ্তাহে এক সেশন করে সেখানে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কাজ করবেন। চিকিৎসক পরিবারের সদস্য হিসেবে তার এই সিদ্ধান্ত দেশটিতে বাপকভাবে প্রশংসিত

হচ্ছে। সংবাদসূত্র :বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে