বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

ঢাবিতে মাস্টার প্লান প্রণয়নে শিক্ষার্থীদের মতামত আহ্বান

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১২ জুলাই ২০২০, ০০:০০
ঢাবিতে মাস্টার প্লান প্রণয়নে শিক্ষার্থীদের মতামত আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ মাস্টার পস্ন্যান (গধংঃবৎ চষধহ) প্রণীত হতে যাচ্ছে। এই মাস্টার পস্ন্যানের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত আহ্বান করা যাচ্ছে। শিক্ষার্থীদের আগামী ২০ জুলাই, ২০২০ তারিখের মধ্যে যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/৬৯টছাচঔরখলড়ঐএবঋ১৮ ওয়েব লিংকে প্রবেশ করে প্রত্যাশা ও মতামত প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। এই মাস্টার পস্ন্যানে নতুন হল ও আবাসিক ভবন নির্মাণ, লাইব্রেরি সম্প্রসারণ, জলাধার নির্মাণ, আন্তঃভবন চলাচলের জন্য পথ নির্মাণ, সাইকেল স্ট্যান্ড নির্মাণ, সাইকেল লেন ও ওয়াক ওয়ে নির্মাণ, ক্যাম্পাসের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন, শব্দদূষণ ও বায়ুদূষণ হ্রাসকরণ, আবর্জনা ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সাধনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হয়েছে। উলেস্নখ্য, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মাস্টার পস্ন্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ গ্রহণ করেছেন। এছাড়া ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসু প্রতিনিধিদেরও মতামত ও পরামর্শ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে