রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা ২য় পত্র

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০
সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা ২য় পত্র
সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা ২য় পত্র

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো।

বিরামচিহ্ন

৫। যৌগিক বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক. কমা

খ. কোলন

গ. ড্যাশ

ঘ. সেমিকোলন

সঠিক উত্তর: ক. কমা

৬। বাক্যে অর্থবিভাগ দেখানোর জন্য কমা বসে। এর উদাহরণ কোনটি?

ক. আমিন, এদিকে এসো

খ. কী, এত বড় সাহস

গ. রুবি বলল, সে যাবে না

ঘ. তুমি যাবে, না যাবে না

সঠিক উত্তর: ঘ. তুমি যাবে, না যাবে না

৭। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক. কমা

খ. সেমিকোলন

গ. কোলন

ঘ. ড্যাশ

সঠিক

উত্তর: খ. সেমিকোলন

৮। কোনটিতে সেমিকোলনের যথাযথ ব্যবহার হয়েছে?

ক. আশ্চর্য; আমার কথা শুনলে না

খ. লোকটি ধনী; কিন্তু কৃপণ

গ. মন্তব্য; নিষ্প্রয়োজন

ঘ. পোড়া কপাল; এত কিছু দেখতে হলো

সঠিক উত্তর: ঘ. পোড়া কপাল; এত কিছু দেখতে হলো

৯। নিচের কোনটিতে বিরামচিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?

ক. আশ্চর্য, আমার কথা শুনল না!

খ. আশ্চর্য! আমার কথা শুনলে না।

গ. আশ্চর্য, আমার কথা শুনলে না।

ঘ. আশ্চর্য, আমার কথা শুনলে না?

সঠিক উত্তর: গ. আশ্চর্য, আমার কথা শুনলে না।

১০। কোলন ড্যাশের বিরতিকাল কত?

ক. এক বলার দ্বিগুণ

খ. এক সেকেন্ড

গ. থামার প্রয়োজন নেই

ঘ. এক উচ্চারণে যে সময় লাগে

সঠিক উত্তর: খ. এক সেকেন্ড

১১। কোনটির বিরতিকাল কোলন ড্যাশের বিরতিকালের সমান?

ক. কমা

খ. হাইফেন

গ. সেমিকোলন

ঘ. কোলন

সঠিক উত্তর: ঘ. কোলন

১২। কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন আছে?

ক. ইলেক

খ. হাইফেন

গ. বন্ধনী চিহ্ন

ঘ. উদ্ধরণ চিহ্ন

সঠিক উত্তর: ঘ. উদ্ধরণ চিহ্ন

১৩। কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?

ক. কমা

খ. দাঁড়ি

গ. সেমিকোলন

ঘ. হাইফেন

সঠিক উত্তর: খ. দাঁড়ি

১৪। বিস্ময়চিহ্ন কোনটি?

ক. ?

খ. !

গ. " "

ঘ. ;

সঠিক উত্তর: খ. !

১৫। কোন বিরামচিহ্নে 'এক সেকেন্ড' থামতে হয়?

ক. কমা

খ. হাইফেন

গ. সেমিকোলন

ঘ. কোলন

সঠিক উত্তর: ঘ. কোলন

১৬। কোন বিরামচিহ্নটির বিরতিকাল নেই?

ক. কমা

খ. কোলন

গ. উদ্ধরণ চিহ্ন

ঘ. হাইফেন

সঠিক উত্তর: ঘ. হাইফেন

১৭। কোন বিরামচিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই?

ক. কমা

খ. উদ্ধরণ চিহ্ন

গ. ইলেক

ঘ. কোলন

সঠিক উত্তর: গ. ইলেক

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে