logo
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০, ২৭ চৈত্র ১৪২৫

  শিক্ষা জগৎ ডেস্ক   ২৬ জানুয়ারি ২০২০, ০০:০০  

জানার আছে অ নে ক কি ছু

জানার আছে অ নে ক কি ছু
ব্যাকরণবিদ পাণিনি
প্রশ্ন : কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উত্তর : ব্যাকরণবিদ পাণিনির হাতে।

প্রশ্ন : আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কী?

উত্তর : বৈদিক ও সংস্কৃত ভাষা।

প্রশ্ন : বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?

উত্তর : বৈদিক ভাষা।

প্রশ্ন : বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কী কী?

উত্তর : প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।

প্রশ্ন : কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?

উত্তর : আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।

প্রশ্ন : সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।

প্রশ্ন : কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?

উত্তর : খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রি. দিকে বৈদিক ভাষা বিবর্তনকালে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

প্রশ্ন : প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কী?

উত্তর : অপভ্রংশ।

প্রশ্ন : সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?

উত্তর : পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিষ্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে