বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকার

প্রকৃতি আমাদের যেন একটু থামতে শেখাল

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী ফারজানা ছবি। বছরের শুরুর দিকে তাকে দেখা গেছে চলচ্চিত্রেও। তবে ব্যস্ততা তার টিভি নাটক নিয়ে। ধারাবাহিক, খন্ডনাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এই অভিনেত্রীর প্রশংসা রয়েছে। করোনার প্রভাবে শুটিং বন্ধ থাকায় এখন সময় কাটছে পরিবারের সঙ্গে। নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...
নতুনধারা
  ২৯ মার্চ ২০২০, ০০:০০
ফারজানা ছবি

শুটিং রেখে ঘরে...

গত ২২ মার্চ থেকে শুটিং বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আমি শুটিং বন্ধ করেছি ১৬ মার্চ থেকে। ১৯ ও ২০ মার্চ আদিত্য জনির নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিং ছিল। কিন্তু নিরাপত্তার কথা ভেবেই এ শুটিং করা হয়নি। সর্বশেষ শুটিং করেছিলাম প্রচার চলতি ধারাবাহিক নাটক 'বকুলপুর'-এর।

আটকে গেছে ঈদের নাটক...

এই সময়টা ঈদের নাটক নির্মাণের মৌসুম। টিভি নাটক সংশ্লিষ্টদের দারুণ ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে সব বন্ধ হয়ে গেছে। ছয়-সাত পর্বের কয়েকটি ধারাবাহিক ও খন্ডসহ ঈদের ৭-৮টি নাটকের কাজ ছিল আমার হাতে। এপ্রিলের প্রথম থেকেই শুটিং হওয়ার কথা ছিল। এ ছাড়া প্রচার চলতি ধারাবাহিকগুলোর পাশাপাশি একাধিক নতুন ধারাবাহিক নাটকেরও শুটিং ছিল। পরিস্থিতি অনুকূলে না হওয়ায় সবকাজ বন্ধ রাখতে হয়েছে।

করোনা পরিস্থিতি...

অদৃশ্য এক শত্রম্নর সঙ্গে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এমন পরিস্থিতি কখনো আমাদের দেশে হয়েছে বলে আমার জানা নেই। প্রকৃতির প্রতি আমাদের বিরূপ আচরণের কারণেই হয়তো এমন হওয়াটা জরুরি ছিল। এমন পরিবেশে প্রকৃতি আমাদের যেন একটু থামতে শেখাল। তবে, সৃষ্টিকর্তার করুণায় আবার সব কিছু স্বাভাবিক হয়ে আসবে। আমরা আবার এগিয়ে যাব আপন গতিতে।

সময় কাটছে...

আমি সব কিছু ইতিবাচক হিসেবেই দেখি। এই সময়টা আমার কাছে কোনো বিরক্ত না। একটু রিলাক্স লাগছে। সারা বছর শুটিংয়ের কাজে বাইরে ব্যস্ত থাকায় ঘরের কাজ করা হয় না। এখন প্রচুর সময়, সংসারে সময় দিতে পারছি। স্বামী, দুই সন্তানসহ পরিবারের পিছনে প্রতিটি দিন পার হচ্ছে। আমার কাছে একটি দিন পার হচ্ছে, যেন সময় ফুরিয়ে যাচ্ছে। পরিবারের সবাইকে এভাবে দীর্ঘ সময় আর হয়তো নাও পেতে পারি।

সচেতনতায়...

সার্বিকভাবে বিবেচনা করলে এই পরিস্থিতি দীর্ঘদিন হলে আসলে সবার জন্য হুমকিস্বরূপ। এমনো ব্যক্তি আছে শুটিং চললে খাবার জোটে নইলে উপোস থাকতে হয়। এই পরিস্থিতি সামাল দিতে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। সচেতন নাগরিক হিসেবে প্রয়োজনের বেশি নিত্যপণ্য না কেনাটাই শ্রেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94442 and publish = 1 order by id desc limit 3' at line 1