রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

শোক সংবাদ

  ১১ আগস্ট ২০১৯, ০০:০০
শোক সংবাদ

নাজেদা বেগম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাচোল সংবাদদাতা নাজিম আল মামুনের মাতা নাজেদা বেগম (৫৫) শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বিকাল সাড়ে ৫টায় জানাজার নামাজ শেষে কসবা ইউনিয়নের কালইর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

গোলজার হোসেন

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলজার হোসেন (৭৮) শনিবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম এবং পরে মোহনগঞ্জের শ্যামপুর গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা নেত্রকোনা পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল, নেত্রকোনা-৫ আসনের এমপি আলহাজ মো. ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক ও স্থানীয় নেতারা শোক প্রকাশ করেছেন। নেত্রকোনা প্রতিনিধি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে