শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈশাখী ভাতা ঘোষণায় আনন্দ র‌্যালি

স্বদেশ ডেস্ক
  ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০
বৈশাখী ভাতার ঘোষণায় গৌরীপুরে স্বাশিপের আনন্দ র‌্যালি - যাযাদি

বেসরকারি শিক্ষক-কমর্চারীদের ২০ শতাংশ বৈশাখী ভাতা ও বাষির্ক প্রবৃদ্ধি ৫ শতাংশ ঘোষণা করায় বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্যরা মঙ্গলবার সারা দেশে আনন্দ র‌্যালি, সভা ও সমাবেশ করেছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: সেনবাগ (নোয়াখালী) : সেনবাগ উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক আবু তাহের সেলিম, উপজেলা শিক্ষক সমিতির সহসভাপতি আবদুল ওহাব বিএসসি। হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুরে আনন্দ মিছিল শেষে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ মÐলের সভাপতিত্বে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজারীহাট স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সুলতান আহমেদ চৌধুরী বাবুল, চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, জৈতুন নাহার কাদের মহিলা কলেজের অধ্যক্ষ আবুল বাশার প্রমুখ। ঘোড়াঘাট (দিনাজপুর) : ঘোড়াঘাট উপজেলায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ ওয়াছেকুর রহমান রেজওয়ান, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মো. রেজা ও সুরাইয়া আক্তার, কুলানন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল আলম সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে