শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোয়ালন্দে পদ্মায় অবৈধ বঁাধ দিয়ে মাছ শিকার

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
  ২১ নভেম্বর ২০১৮, ০০:০০
পদ্মা নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার - যাযাদি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীতে অবৈধ বঁাশের বঁাধ দিয়ে মাছ শিকার করছেন প্রভাবশালীরা। গত ১ মাস ধরে এ অবস্থা বিরাজ করলেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্নিষ্ট কতৃর্পক্ষ। সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের অদূরে বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বর পাড়া এলাকায় পদ্মা নদীর তীরে নদীর পাড় থেকে বহুদূর পযর্ন্ত আড়াআড়িভাবে কয়েক হাজার বঁাশ পুঁতে বঁাধ দেয়া হয়েছে। এ ছাড়া এ বঁাধটির কিছুটা দূরে নতুন করে আরেকটি বঁাধ তৈরির কাজ করছে আরেকটি গ্রæপ। তৈরিকৃত বঁাধটির সঙ্গে বিভিন্ন ধরনের জাল পাতা রয়েছে। যাতে এলাকা দিয়ে চলাচলকারী ছোট ছোট টেংরা-পঁুটি থেকে শুরু করে বড় বড় কাতল, ইলিশ, পাঙ্গাশ, বোয়াল, বাঘাইড়সহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। সেই সঙ্গে ব্যাহত হচ্ছে নৌযান চলাচলও। অথচ মৎস্য সংরক্ষণ আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে- নদী বা জলাধারের প্রবাহ ব্যাহত করে কোনো মাছ ধরা যাবে না। এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নিবার্হী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, নদীতে বঁাধ দিয়ে মাছ শিকার সম্পূণর্ অবৈধ। পদ্মা নদীতে বঁাধের বিষয়টি তার জানা ছিল না। অনুসন্ধান করে দ্রæত বঁাধ অপসারণের ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে