শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঁথিয়ায় ব্রিজে ট্রাক আটকে যান চলাচল ব্যাহত

সঁাথিয়া (পাবনা) সংবাদদাতা
  ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩
পাবনার সঁাথিয়া বেড়ায় আটকে পড়া পণ্যবাহী ট্রাক Ñযাযাদি

পাবনার মাধপুর-বেড়া স্থানীয় সড়কের সাঁথিয়া সদরে বোয়াইলমারী গোরস্থানের কাছে সদ্যনিমির্ত ব্রিজের ব্যাক সিলিংয়ে খোয়া ও বালুর পরিবতের্ কাদামাটি দেয়ায় পণ্যবাহী ট্রাক ডেবে যানচলাচল ব্যাহত হচ্ছে। জানা গেছে, পাবনা সড়ক ও জনপথের আওতায় সাঁথিয়া-বেড়া স্থানীয় সড়কে বোয়াইলমারী গোরস্থানের কাছে একটি ব্রিজ করার কাজ ইউনুস আ্যন্ড ব্রাদাসর্ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়। প্রতিষ্ঠানটি কোনো মতে ব্রিজের কাজ শেষ করলেও ব্রিজের দুই পাশে খোয়া ও বালির পরিবতের্ কাদামাটি দেওয়ায় রোববার সকালে সেখানে একটি পণ্যবাহী ট্রাক ডেবে যায়। ফলে ওই সড়ক দিয়ে কোনো যান চলতে না পারায় সড়কের দুই পাশে দীঘর্ যানজট সৃষ্টি হচ্ছে। এর আগেও ব্রিজটির কাজের শুরুতে নিম্নমানের সামগ্রী দিয়ে একটি বেইলি ব্রিজ করার পরদিনই অবকাঠামো ভেঙে পড়ে। ফলে তখনো জনদুভোর্গ সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে পাবনা সড়ক ও জনপথ অফিসের নিবার্হী প্রকৌশলী সমীরণ রায় বলেন, ব্যাক সিলিংয়ে খোয়া ও বালু দেয়ার কথা থাকলেও কেন দেয়া হয়নি বিষয়টা আমি দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে