বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৭ আগস্ট ২০১৯, ০০:০০
সংবাদ সংক্ষপে

গণসংবর্ধনা

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহম্মেদকে গণসংবর্ধনা জানানো হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় নিউ গুলশান সিনেমা হল সংলগ্ন এলাকায় আগানগর ইউনিয়ন শ্রমিক লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আগানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগানগরের কৃতী সন্তান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মাস্টার।

ত্রাণ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের চিলমারীতে বন্যাদুর্গত মানুষের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেছে আইবিএ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন 'সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব'। মঙ্গলবার দুপুরে উপজেলার মাস্টারপাড়া এলাকায় বন্যাদুর্গত ৬শ' মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় কুড়িগ্রাম জেলা যুব মহিলা লীগের সভাপতি মারসাদ আক্তার খুকি, ক্লাবের সেক্রেটারি জেনারেল কমিউনিকেশন কামরান হোসেন, সেক্রেটারি বস্নাড উইং শাকিল কবির, কার্যকরী সদস্য নাজমুর সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফারজানা প্রিয়াঙ্কা ও সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সাহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রেসক্লাব ও কৃষকলীগের সভাপতি মো. শফিকুর রহমান প্রমুখ।

র্

যালি ও পথসভা

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা

ডেঙ্গুজ্বরসহ মশাবাহিত রোগ প্রতিরোধে রামগঞ্জ থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সোমবার দুপুরে শহরের্ যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ।

পরিচ্ছন্নতা অভিযান

খুলনা অফিস

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে সোমবার সকালে খুলনার শহিদ হাদিস পার্ক থেকে সচেতনতামূলকর্ যালি বের হয়।র্ যালি-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আলোচনা সভা ওর্ যালিতে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউলস্নাহ, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাকসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রবীন্দ্র-নজরুল জয়ন্তী

কুবি প্রতিনিধি

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪২৬ উদযাপন করা হয়েছে। রোববার বিকাল ৪টায় বাংলা বিভাগের সহযোগী সংগঠন 'বাংলা ভাষা-সাহিত্য পরিষদ' এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

মতবিনিময় সভা

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স হল রুমে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভায় সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক উপজেলার এডভোকেট প্রমোদ মানকিন অডিটরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরির্দশন শেষে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মিসেস ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা প্রমুখ।

সংসদের সভা

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

দীর্ঘ বিরোধের পর সীতাকুন্ড উপজেলা আ'লীগের কার্যকরী সংসদের সভা সোমবার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা আ'লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্তির মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল বাকের ভুঁইয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আ'লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, সদস্য মোহাম্মদ ইদ্রিস, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ম.ম দিলসাদ, এইচ এম তাজুল ইসলাম নিজামী প্রমুখ।

ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবিষ্কার ফাউন্ডেশন (ঢাকা) ত্রাণ বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল থেকে উপজেলার কাপাসিয়া, হরিপুর, চন্ডিপুর ও বেলকা ইউনিয়নে প্রায় ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ হিসেবে চাল. ডাল, সয়াবিন তৈল, লবণ, আলু, পেঁয়াজ, সাবান ও মুড়িসহ দশ আইটেম সামগ্রী ছিল।

উপজেলার ছাপড়হাটী এসসি উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বিএনপি নেতা মাহমুদুল ইসলাম প্রামাণিকের ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মাহমুদুল ইসলাম প্রামাণিক, বেলকা ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান মাসুদ, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, যুবনেতা আব্দুর রহমান।

চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

'সবুজ নগরী গড়তে আমাদের উদ্যোগ' এ সেস্নাগানকে সামনে রেখে ঝিনাইদহে বিনামূল্যে ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় ঝিনাইদহ পৌরসভা মঙ্গলবার এ গাছের চারা বিতরণ করে।

সকালে পৌরসভা চত্বরে এ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, নিশচা জেলা শাখার সভাপতি অ্যাড, মনোয়ারুল হক লাল, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কমিটির সভা

দেবীদ্বার (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্না জেলার দেবীদ্বার উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটি ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নুল আবেদিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ মহিলা সদস্য শিরিন সুলতানা, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহমেদ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিন্নাত আলী, সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, দেবীদ্বার প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল।

৬ জুয়াড়ি আটক

মোলস্নাহাট (বাগেরহাট) সংবাদদাতা

বাগেরহাটের মোলস্নাহাটে সোমবার দুপুরে ৬ জুয়াড়িকে আটক করেছে মোলস্নাহাট থানা পুলিশ। উপজেলার শাসন গ্রামে মান্নু মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বাড়ির মালিক মো. মান্নু মুন্সি (৪০), তেরখাদা থানার বলস্নাহাটি গ্রামের দ্বীন ইসলাম (৩৮), সাজ্জাদুল মোলস্না (৩০), মো. রবিউল শেখ (৪০) এবং নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মো. রবিউল শিকদার (৩৬) ও মো. রফিজ শিকদার (৪২)। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় মোলস্নাহাট থানায় একটি মামলা করা হয়েছে।

ত্রাণ বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের বকশীগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ময়মনসিংহ জোনের প্রধান ড. মোহাম্মদ সোলাইমান। ২২৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক ওবায়দুলস্নাহ আল মাসুম, মুক্তিযোদ্ধা আফসার আলী, প্রিন্সিপাল অফিসার জিন্নত আলী, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ। বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ব্যাংকের পক্ষ থেকে দুই হাজার ত্রাণ বিতরণ করা হয়। .

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<61609 and publish = 1 order by id desc limit 3' at line 1