বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দল চাঙ্গা করতে বিএনপির ‘আবোল তাবোল’ দাবি: কাদের

যাযাদি রিপোটর্
  ০২ অক্টোবর ২০১৮, ০০:০০
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে সোমবার রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগ করেন Ñফোকাস বাংলা

নেতাকমীের্দর চাঙ্গা করতে বিএনপি ‘আবোল তাবোল’ দাবি তুলেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে তারাও এ সব দাবি পূরণ করতে পারত না।

সোমবার গুলশান কঁাচাবাজারে নিবার্চনী গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন সরকারের সেতুমন্ত্রী কাদের।

একাদশ জাতীয় সংসদ নিবার্চন সামনে রেখে আওয়ামী লীগের টানা ৭ দিনের গণসংযোগের অংশহিসেবে সোমবার গুলশানে এই প্রচারে অংশ নেন তিনি।

এর আগের দিন রোববার ঢাকার সোহরাওয়াদীর্ উদ্যানের জনসভা করে নিদর্লীয় সরকারের অধীনে নিবার্চনের দাবিতে সাত দফার ঘোষণা দিয়ে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশের কমর্সূচি ঘোষণা করে বিএনপি।

তফসিল ঘোষণার আগেই খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ সব নেতাকমীর্র মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দেয়া, সরকারের পদত্যাগ, সব দলের সঙ্গে আলোচনা করে নিবার্চকালীন নিরপেক্ষ সরকার গঠন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন এবং ইভিএম ব্যবহার না করার দাবি রয়েছে এর মধ্যে।

ওবায়দুল কাদেরের ভাষায়, বিএনপির এ সব দাবি ‘অযৌক্তিক, অবাস্তব’ এবং কোনো কোনোটি ‘সংবিধানবিরোধী’।

‘নিবার্চনের শিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি, এর মধ্যে মেনে নেয়ার কোনো সুযোগ নেই। তারা নিজেরা ক্ষমতায় থাকলে এই সময়ের মধ্যে এই দাবিগুলো মেনে নিতে পারতো না। অসাংবিধানিক দাবি কেউ মেনে নিতে পারতো না।’

তিনি বলেন, ‘এই দাবিগুলো তারা শুধু বলার জন্য বলছে, তাদের নেতা-কমীের্দর চাঙ্গা করতে এ সব আবোল-তাবোল দাবি তুলছে। তারাও জানে, এই দাবিগুলো মেনে নেয়ার কোনো যৌক্তিকতা নেই।’

আন্দোলনের নামে নাশকতা হলে তা ঠেকাতে জনগণকে সতকর্ থাকার আহŸান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সহিংসতা, নাশকতা সাম্প্রদায়িক অপশক্তির সব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সতকর্ থাকার আহŸান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের নেতাকমীের্দর ঐক্যবদ্ধভাবে আগামী নিবার্চনের প্রস্তুতি নেয়ার আহŸান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা মারামারি হানাহানি, পাল্টাপাল্টির মধ্যে নেই। বিএনপিসহ সাম্প্রদায়িক শক্তি যদি সহিংসতা, নাশকতা করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।’

বিএনপির রাজপথ দখলের ঘোষণার বিষয়ে দৃষ্টি আকষর্ণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথ কে দখল করতে আসে দেখব। রাজপথ দখল করতে এলে আইনপ্রয়োগকারী সংস্থা জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে।’

আওয়ামী লীগের নেতাকমীের্দর উদ্দেশে কাদের বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ‘নিজেরা নিজেরা’ বিষোদ্গার করলে তাদের মনোনয়ন দেয়া হবে না।

‘গণসংযোগ কোনো প্রাথীর্র নয়, গণসংযোগ হবে নৌকার। পরিচালনা করার জন্য সব ওয়াডর্, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়নে শুরু হচ্ছে এটাই প্রথম প্রোগ্রাম। ক্যামেরার সামনে লোক দেখানো গণসংযোগ করবেন না।’

আগামী নিবার্চনে ‘উন্নয়নের রোল মডেল’ শেখ হাসিনাকে নৌকা মাকার্য় ভোট দেয়ার আহŸান জানান কাদের।

ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তজাির্তক সম্পাদক শাম্মী আহমেদ, ঢাকা মহানগর উত্তরের সধিারণ সম্পাদক সাদেক খান, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি একেএম জসিম উদ্দিন, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদক আজিজুল হক রানা গণসংযোগে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<15291 and publish = 1 order by id desc limit 3' at line 1