logo
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

এনামুল বাছিরের জন্য দুদকের বরাদ্দ পদ থাকছে না

ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক এনামুল বাছিরের পদোন্নতির জন্য মহাপরিচালক পদ বরাদ্দ করে তা শূন্য রাখার আদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। ফলে এনামুল বাছিরের জন্য শূন্য পদটি আর তার জন্য থাকছে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এ পদে নিয়োগ দিতে আর কোনো বাধা নেই বলেও জানান তিনি।

দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ২৯ জানুয়ারি এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এনামুল বাছিরের জন্য দুদকের মহাপরিচালক পদ খালি রাখার আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন আদালত। বৃহস্পতিবার ওই রুলের ওপর শুনানির জন্য বলেছেন হাইকোর্ট।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে