রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ফাঁকা স্টেডিয়ামের গ্যালারিতে বিশেষ চমক

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুলাই ২০২০, ০০:০০
ফাঁকা স্টেডিয়ামের গ্যালারিতে বিশেষ চমক

করোনা-পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ানোর অপেক্ষা। বুধবার বিকাল চারটায় সাউদাম্পটনে টেস্ট ম্যাচে লড়বে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। দর্শকবিহীন মাঠে হবে সাদা পোশাকে ব্যাট-বলের লড়াই। এই ম্যাচ দিয়েই ফের ছন্দে ফিরবে ক্রিকেট। তবে করোনা সংক্রমণের শঙ্কা থাকায় গ্যালারিতে থাকবে না দর্শকের ভিড়। তবে ফাঁকা স্টেডিয়ামেও অবশ্য দর্শকাসনে থাকবে বিশেষ চমক। কী সেই চমক তার কিছুটা জানাল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ব্যাটসম্যান চার কিংবা ছয় হাঁকালে কিংবা বোলার উইকেট নিলে গ্যালারি থেকে উড়ে আসবে উলস্নাসের শব্দ! বাজবে মিউজিক! মনে হবে যেন সব স্বাভাবিক। দর্শকরাই আছেন মাঠে। মাঠের পরিবেশ আগের মতোই স্বাভাবিক রাখতে চেষ্টা থাকবে আয়োজকদের। কৃত্রিমভাবে তৈরি করা দর্শকদের এমন উচ্ছ্বাসের শব্দ টেলিভিশনের সামনে থাকা ক্রিকেটপ্রেমীরাও শুনতে পাবেন! প্রযুক্তির ব্যবহারে কৃত্রিম উলস্নাসের আওয়াজ ব্যবহার করা হচ্ছে ফুটবলের গ্যালারিতেও। লা লিগা এবং প্রিমিয়ার লিগের ম্যাচে থাকছে সেই শব্দ। এবার ক্রিকেটেও তেমনটা দেখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে