logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৬

  ক্রীড়া ডেস্ক   ৩০ জুলাই ২০২০, ০০:০০  

নতুন সংকটে বিসিসিআই

করোনার কারণে এমনিতেই পিছিয়ে গেছে আইপিএল আয়োজন। যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা মার্চের ২৯ তারিখ। সেটা এখন শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ। প্রায় আট মাস পিছিয়ে আইপিএল কিন্তু আর ঘরের মাঠেই থাকতে পারছে না। হতে হচ্ছে প্রবাসী।

আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট। এর চার দিন আগেই জোরালোভাবে এই প্রশ্ন উঠে পড়ল। মঙ্গলবার আইপিএল প্রধান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন, আগামী ২ অগাস্ট গভর্নিং কাউন্সিল বৈঠক হচ্ছে।

ওই বৈঠকেই চূড়ান্ত হবে আইপিএলের সূচি, চূড়ান্ত রূপরেখা দেয়া হবে আমিরাতের জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের 'টু ডু' লিস্টের। কিন্তু শুধু এসবই নয়, এবারের আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে আরও কিছু বিষয় উঠতে চলেছে, যার মধ্যে অন্যতম হলো ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী কিংবা বান্ধবীদের যাওয়া না যাওয়ার বিষয়টি। আরব আমিরাতে দু'মাসের আইপিএলে ক্রিকেটাররা কি স্ত্রী-সন্তান-বান্ধবীদের আদৌ নিয়ে যেতে পারবেন?
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে