শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়াকে ফিফার জরিমানা

ক্রীড়া ডেস্ক
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

মাঠের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সব সময়ই উচ্চকণ্ঠ ফিফা। এই বিষয়ে আয়োজক রাশিয়াকেও ছাড় দেয়নি ফুটবলের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মাঠে বৈষম্যমূলক ব্যানার প্রদশর্ন করায় রাশিয়াকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা। উরুগুয়ের বিপক্ষে রাশিয়ার ৩-০ গোলে হারের দিন ঘটেছে এমন ঘটনা।

একই কাÐে ফিফা জরিমানা করেছে সাবির্য়াকেও। ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের ম্যাচের দিন রাজনৈতিক ও অশোভন বক্তব্যে ভরপুর ব্যানার প্রদশর্ন করেছিল দেশটির ভক্তরা। তাই সাবির্য়াকে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। সাবির্য়া ইতোমধ্যে টুনাের্মন্টের প্রথম পবের্ বিদায় নিয়েছে।

মরক্কো, যারা রেফারিং নিয়ে খুবই সমালোচনা করে আসছিল। তাদের ক্ষেত্রে নেমে এসেছে আরও ভয়াবহ খড়গ। মরক্কোকে ৬৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। স্পেনের সঙ্গে গ্রæপ পবের্ ২-২ গোলে ড্রয়ের দিন ভিড়ের মাঝেই গÐগোল বাধায় মরক্কো। শেষ বঁাশি বাজার পর দলের ৬ স্টাফ চলে আসেন পিচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে