শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাশরাফির নেতৃত্বে ওয়ানডে দলে চমক

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউলস্নাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রম্নব, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
ক্রীড়া প্রতিবেদক
  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
wgicy‡i †iveevi wR¤^vey‡qi wec‡ÿ 71 ivb Kivi c‡_ evDÛvwi nuvKv‡”Qb bvRgyj †nv‡mb kvšÍ -wewmwe

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নানা চমক দিয়ে রোববার ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন সাতজন, ফিরেছেন পাঁচজন। নতুন মুখ এসেছেন দুজন। দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ক্রিকেটার হলেন- নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রম্নব। এছাড়া সবশেষ শ্রীলংকা সিরিজে না খেলা মাশরাফিও এ সিরিজ দিয়েই দলে ফিরেছেন। ২০১৫ সালের নভেম্বরে শেষ ওয়ানডে খেলা পেসার আল-আমিন হোসেনও ফিরেছেন এই দলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১, ৩ ও ৬ মার্চ হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। বৈশ্বিক আসরে বাজে ফর্মের কারণে তার অবসর নিয়ে গুঞ্জন উঠেছিল, বাইরে থাকায় তা উসকে গেছে আরও। সম্প্রতি ধোঁয়াশা কিছুটা হলেও কেটেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। তিনি আভাস দেন জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই ক্যারিয়ার শেষ করতে পারেন ম্যাশ। গত শনিবার বিসিবি নির্বাচকদের সঙ্গেও বৈঠক হয়েছে মাশরাফির। আলোচনার বিষয়বস্তু অধিনায়কের ভবিষ্যৎ নির্ধারণ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল ঘোষিত প্রথম দুই ওয়ানডে দলে ফেরানো হলো মাশরাফিকে। চোট কাটিয়ে দলে ফিরলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে বিয়ের কারণে দলে রাখা হয়নি ওপেনার সৌম্য সরকারকে। মাশরাফির ফেরাটা অনুমেয় থাকলেও, চমক হয়ে এলো আফিফ হোসেন ও নাঈম শেখের প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া। এদিকে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়ার জাদুর কাঠি মাশরাফি। তবে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে তাকে দেখা গেলেও তাতে থাকবে না বিস্ময়ের কিছু। ১৫ সদস্যের এই দলে বেশ অদলবদল আনা হয়েছে। শেষবার বাংলাদেশ ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছিল গত বছর জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে। সেই সিরিজে থাকা সাতজন ক্রিকেটার এবারের জিম্বাবুয়ে সিরিজে নেই। বাদ পড়া এই ক্রিকেটাররা হলেন, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, রুবেল হোসেন, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। প্রধান নির্বাচক জানান, এতগুলো বদল এসেছে যৌক্তিক কারণে, 'নানা কারণে বেশ কয়েকজন ক্রিকেটার না থাকায় ওয়ানডে দলে আমাদের কিছু অদলবদল করতেই হতো। আমি তারপরও আনন্দিত যে ফিট আর ছন্দে থাকা খেলোয়াড়দের পেয়েছি।' নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু দল প্রসঙ্গে বলেন, মাশরাফিকে ফিরে পাওয়া একটি অসাধারণ ব্যাপার। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ আমাদের ওয়ানডে দলের জন্য অত্যাবশ্যক। তিনি আরও যোগ করেন, 'সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে আমাদের বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে। সেবার ইনজুরি ও বিভিন্ন কারণে আমাদের অনেকেই দলে ছিলেন না। তবে এবার আমরা সম্পূর্ণ ফিট খেলোয়াড়দেরই পাব।' নাজমুল হোসেন শান্তকে দলে নেয়ার কারণ হিসেবে নান্নু জানান, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে শান্তর বর্তমান ফর্মের কারণে তাকে দলে সুযোগ দেয়া হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নাঈম ও আফিফকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে মিরপুরে মূল মাঠে যখন জিম্বাবুয়ের সঙ্গে টেস্টে ব্যস্ত বাংলাদেশ দল, পাশেই একাডেমি মাঠে চলছিল ওয়ানডের প্রস্তুতি। মূলত কেন্দ্রে অবশ্য একজনই। লম্বা বিরতির পর ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এদিনই যে হাতে নিয়েছেন বল। একাডেমি মাঠে জাতীয় দলের নতুন বোলিং কোচ ওটিস গিবসনকে লম্বা সময় কাজ করেছেন মাশরাফি। রোববার মিরপুর একাডেমি মাঠে নেটে টেস্ট একাদশে থাকা নাঈম হাসানকে অনেকক্ষণ বল করেন মাশরাফি। আলাদা করে স্পট বোলিংও করেছেন তিনি। এসময় গিবসনের সঙ্গে বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। বাংলাদেশের জার্সি গায়ে গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি। বিশ্বকাপের পর তার যাওয়ার কথা ছিল শ্রীলংকা সফরে। কিন্তু চোটের কারণে পরে ছিটকে যান তিনি। এরপর পাঁচ মাস সব ধরনের খেলার বাইরে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। লম্বা বিরতির পর বিপিএল দিয়েই মাঠে ফেরেন, কিন্তু আহামরি কিছু করে দেখাতে পারেননি। ৩৬ পেরুনো মাশরাফির অবসর বিতর্ক নিয়ে বেশ কিছুদিন থেকেই হাওয়া গরম দেশের ক্রিকেটে। অবসরের চিন্তা বাদ দিয়ে খেলা চালিয়ে যাওয়ার ভাবনা একাধিকবার জানিয়ে আসছেন মাশরাফি। জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক হয়েই দলে থাকছেন মাশরাফি। তবে শিগগিরই তারা ওয়ানডের অধিনায়কত্ব নিয়েও নেবেন নতুন সিদ্ধান্ত। মাশরাফি যদি এরপরও খেলা চালিয়ে যেতে চান, তাহলে পারফরম্যান্স দিয়েই টিকে থাকতে হবে দেশের সফলতম অধিনায়ককে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে