শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গেøাবাল মানি উইকের বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশ

নতুনধারা
  ০৫ জুলাই ২০১৮, ০০:০০

গেøাবাল মানি উইক-২০১৮-এর ‘আথির্ক সক্ষমতা প্রজন্ম’ প্রচারণা সফলভাবে সম্পন্ন করায় তৃতীয়বারের মতো বিশেষ সম্মাননা ও স্বীকৃতি অজর্ন করেছে বাংলাদেশ। বিশ্বের ১৬০টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশ এ স্বীকৃতি পেয়েছে। এছাড়া ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’ শীষর্ক উদ্যোগ গ্রহণ করার জন্য গেøাবাল ইনক্লুশন অ্যাওয়াডর্ পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার আজেির্ন্টনা প্রেসিডেন্সি, জিপিএফআই ফোরাম, জি-২০ এবং চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনালের আয়োজনে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে এ স্বীকৃতির ঘোষণা দেয়া হয়। আজেির্ন্টনার ট্রেজারি মন্ত্রণালয়ের আমন্ত্রণে ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান এ অনুষ্ঠানে যোগ দেন এবং ‘চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফিনান্সিয়াল ইন্টারন্যাশনাল’-এর পরিচালক মি. ব্রাম ভ্যান মেজির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে