বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতায় দুর্ভোগে হবিগঞ্জবাসী

নতুনধারা
  ০৯ জুন ২০১৯, ০০:০০
জলাবদ্ধতায় দুর্ভোগে হবিগঞ্জবাসী

মাঝারি বৃষ্টিপাতেই হবিগঞ্জ জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ আবাসিক এলাকা জলাবদ্ধতায় তলিয়ে আছে। পুরনো খোয়াই নদী দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার না করার কারণে মাঝারি বৃষ্টির পানিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে পৌর এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের সড়ক, শায়েস্তানগর হকার্স মার্কেট, শায়েস্তানগর আবাসিক এলাকা, শ্যামলী এলাকা, গরুর বাজার, ঘাটিয়া বাজার, কালিগাছতলা এলাকায় হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ভেঙে শহরবাসীর চলাচলে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। কিছু কিছু আবাসিক এলাকায় বাসার ভেতরে জলাবদ্ধতার নোংরা পানি প্রবেশ করে। এতে বাসার ভেতরে বসবাস করা যেমন কষ্টকর, তেমনি স্বাস্থ্যের জন্য হানিকর। গৃহের আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি আবাসিক এলাকার রাস্তাগুলোও জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আর কদিন পরেই ঈদ কিন্তু জলাবদ্ধতার কারণে হবিগঞ্জ শহরবাসীর মনে কোনো আনন্দ নেই। নোংরা ও দুর্গন্ধযুক্ত জলাবদ্ধতার কারণে মশা, মাছি ও বিভিন্ন ক্ষতিকর পোকার প্রভাব অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে শহরবাসী এখন অতিষ্ঠ হয়ে গেছে। জেলা শহরের বিভিন্ন সামাজিক সংগঠন এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য বিভিন্ন সময়ে মানববন্ধন করেছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। তবুও এই জলাবদ্ধতা দূরীকরণে কর্তৃপক্ষের কোনো কার্যকরী পদক্ষেপ নেই। আমরা হবিগঞ্জ শহরবাসী জলাবদ্ধতার জনদুর্ভোগ হতে পরিত্রাণ চাই। তাই অচিরেই হবিগঞ্জ জেলা শহরের জলাবদ্ধতা দূরীকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যত দ্রম্নত সম্ভব, শহরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেয়া হউক।

সৈয়দ আসাদুজ্জামান সুহান

কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট

পশ্চিম ভাদৈ, হবিগঞ্জ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<52649 and publish = 1 order by id desc limit 3' at line 1