logo
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০  

দরপতনের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

যাযাদি রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫.৪১ শতাংশ বা ৩ দশমিক ৬০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ৬৩ টাকা লেনদেন হয়েছে।

টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ বা দশমিক ৪ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইউনাইটেড এয়ারওয়েজ, ফার্স্ট ফিন্যান্স, পপুলার লাইফ ইন্সু্যরেন্স, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনারবাংলা ইন্সু্যরেন্স, ইউনাইটেড পাওয়ার, মুন্নু জুট স্ট্যাফলার্স ও যমুনা অয়েল লিমিটেড।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইকু্যয়িটি ম্যানেজমেন্ট ফান্ড লিমিটেড। আজ ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ফান্ডটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি এক হাজার ৭৬ বারে ৬০ লাখ ৪৫ হাজার ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৯ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৮০৮ বারে ১৬ লাখ ২৭ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মার ১ টাকা ৬০ পয়সা বা ৯.৭৬ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ, সিএপিএমআইবিবিএল মিউচুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্ট্রাকো রিফুয়েলিং ও সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে