রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

আসছে নতুন আর্থিক প্রতিষ্ঠান

  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০
আসছে নতুন আর্থিক প্রতিষ্ঠান

যাযাদি রিপোর্ট

ব্যাংকবহির্ভূত নতুন একটি আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অনুমোদন দেওয়া হয়েছে। 'স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট' নামের এ প্রতিষ্ঠানকে অনুমোদনের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।

গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে ১২ জানুয়ারি পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। নতুন আর্থিক প্রতিষ্ঠানটির প্রস্তাবিত চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদ। তিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের স্ত্রী।

বর্তমানে দেশে ৩৪টি এনবিএফআই রয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ঋণ দিয়ে চরম সংকটে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অবসায়ন প্রক্রিয়ায় রয়েছে। কার্যক্রমে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিও (বিআইএফসি) আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না। যার সব কটির মালিকানায় রয়েছে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদার। অবস্থা নাজুক আরও কয়েকটি প্রতিষ্ঠানের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে