logo
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬

  যাযাদি রিপোর্ট   ২০ জানুয়ারি ২০২০, ০০:০০  

দর বাড়ার শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, রোববার কোম্পানিটি সর্বশেষ ৬৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৪৫ বারে তিন লাখ ৪০ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দুই কোটি ২৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১৮ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২০০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ৫৯৫ বারে এক লাখ ৫১ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দুই কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাইডেলবার্গ সিমেন্ট, দেশ গার্মেন্ট, সোনারবাংলা ইন্সু্যরেন্স, আজিজ পাইপস, বিডি ল্যাম্পস, জেমিনি সি ও বঙ্গজ লিমিটেড।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে