শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এবার কৃষকের ধান কেটে ঘরে পৌঁছালো চন্দনাইশ ছাত্রলীগ 

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি
  ০৯ মে ২০২৩, ১১:০৫
এবার কৃষকের ধান কেটে ঘরে পৌঁছালো চন্দনাইশ ছাত্রলীগ 
এবার কৃষকের ধান কেটে ঘরে পৌঁছালো চন্দনাইশ ছাত্রলীগ 

চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা শাখা।

সোমবার ( ৮ মে ) দিনব‍্যাপী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কৃষকের পাশে দাড়িয়ে উপজেলার আওতাধীন হাশিমপুর ইউনিয়নে কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলামের নেতৃত্বে এ ধানকাটা কর্মসূচি তে অংশগ্রহণ করেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, মাসুদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, কাউছার আলম রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা, আবছার ফারাবী, মোহাম্মদ সাজিব, ইমরান হাসান সাঈদ, ইমরান হোসেন জিশান , ইমতু, মোসলেম উদ্দিন মুন্না, মনজুর, রিয়াজ, তৌহিদ সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের সভাপতি আলমগীরুল ইসলাম বলেন; আমরা বাংলাদেশ ছাত্রলীগ চন্দনাইশ উপজেলা শাখা বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্র ও জেলা ছাত্রলীগের নির্দেশে করোনা মহামারির ন্যায় এবারও কৃষকের পাশে দাঁড়িয়েছি। তাছাড়া দেশ ও দেশের মানুষের যেকোনো ক্রান্তিলগ্নে আমরা সর্বদা পাশে থাকার জন্য প্রস্তুত আছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে