রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফখরে বাঙ্গাল (রঃ)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে নাসিরনগরে স্মরনিকার মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০৭ জানুয়ারি ২০২২, ১৮:৪৯
ফখরে বাঙ্গাল (রঃ)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে  নাসিরনগরে স্মরনিকার মোড়ক উন্মোচন
ফখরে বাঙ্গাল (রঃ)তরুণ সংগঠনের একযুগ পূর্তিতে নাসিরনগরে স্মরনিকার মোড়ক উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফখরে বাঙ্গাল (রঃ) তরুন সংগঠনের একযুগ পূর্তিতে আজ শুক্রবার বিকেলে “তারুন্যের একযুগ ”নামক স্মরনিকার মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

“ইসলামিক ও সামাজিক উন্নয়নই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ।

সংগঠনের সভাপতি খালেদ চৌধুরী হৃদয়ের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোঃ অজিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, শিক্ষানুরাগী হুমায়ূন রেজা চৌধুরী, জাহাঙ্গীর রেজা চৌধুরী, মাওলানা মুমিনুল হক ওসমানী ও মোস্তাক আহমেদ চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাহমুদুল হাসান খান পবন।

আলোচনা সভা শেষে “তারুন্যের একযুগ ”নামক স্মরনিকার মোড়ক উন্মোচন ও শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে