শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ব্যাপক রদবদল

গাজীপুর প্রতিনিধি
  ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর দপ্তরসহ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। নতুন করে দাপ্তরিক কার্যক্রমও বিন্যাস্ত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মু. আখতারুজ্জামানকে প্রক্টর (ভারপ্রাপ্ত) আর প্রক্টর (ভারপ্রাপ্ত) এইচ এম তায়েহীদ জামালকে আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। এইচ এম তায়েহীদ জামাল দীর্ঘ ১২ বছর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এর দায়িত্বে ছিলেন।

এছাড়া ভাইস চ্যান্সেলর দপ্তরের উপ-রেজিস্ট্রার ও সচিব আ. মালেক সরকারকে প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। কলেজ পরিদর্শন দপ্তরের উপ-কলেজ পরিদর্শক ইমান উদ্দিন সরকারকে তথ্য ও সেবা দপ্তরের (ওয়ানস্টপ সার্ভিস সেন্টারসহ) পরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরে পরিবর্তন ও দায়িত্ব বিন্যাস্ত করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে