বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির মেয়াদ বাড়ল

গাজীপুর প্রতিনিধি
  ২৪ মে ২০২১, ১৮:৪৬

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মোঃ গিয়াসউদ্দীন মিয়াকে একই পদে দ্বিতীয় মেয়াদে (চার বছরের জন্য) নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে ছয়টি শর্তে ২৪ মে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই নিয়োগ দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাহফুজ-উল-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ওই তথ্র জানানো হয়েছে। তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর ১১জুন হতে তার এ নিয়োগ কার্যকর হবে। ভাইস-চ্যান্সেলর তাঁকে দ্বিতীয় মেয়াদে নিয়োগের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভিসি মো. গিয়াস উদ্দীন মিয়া বলেন, ১৯৮৫সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তার চাকুরিজীবন শুরু হয় এবং ১৯৯৪ সালে এ বিশ^বিদ্যালয়ে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯১৭সালের ১১জুন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম মেয়াদে চার বছরের জন্য ভিসি নিয়োগ পান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে