সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মাউনব্যাটেনের জোরাজুরিতে জিন্নাহ পাকিস্তান প্রস্তাবে সম্মত হয়: সলিমুল্লাহ খান

জাবি প্রতিনিধি
  ২৫ আগস্ট ২০২২, ২০:১৩

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘১৯৪৪ সালে ১৯৪৬ সালে পরপর দুইবার ভারতীয় গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটনের পাকিস্তান প্রস্তাব প্রত্যাখান করেন মুহাম্মদ আলী জিন্নাহ কারণ জিন্নাহ মনে করেছিলেন, পাকিস্তান প্রস্তাব লাভজনক নয় পরবর্তীতে ১৯৪৭ সালে গভর্নর মাউনব্যাটেনের জোরাজুরিতে নিরুপায় হয়ে জিন্নাহ পাকিস্তান প্রস্তাবে সম্মত হন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে সরকার রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনেবাংলাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামশীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

দেশভাগের জন্য মুসলিম লীগ নয় বরং কংগ্রেস দায়ীএমন মন্তব্য করে তিনি বলেন, দেশভাগ মুসলিম লীগ নয় কংগ্রেস চেয়েছিলো অবিভক্ত বাংলার স্বাধীনতার জন্য লীগ নেতারা একমত হলেও কংগ্রেস হিন্দু মহাসভার চাপে মহাত্মা গান্ধী দেশভাগে রাজি হয়

ভারতবর্ষ বিভক্তির কারণ উল্লেখ করে তিনি বলেন, অনেকেই বলে জিন্নাহ-গান্ধী বিরোধের কারণে দেশভাগ হয়েছে কিন্তু কথাটি পুরোপুরি সঠিক নয় বস্তুত, রাজনৈতিক দল গঠনের বহু আগেই ভারতবর্ষ ভাগ হয়ে আছে আর তা হল মনের ভাগ

সলিমুল্লাহ খান আরও বলেন, দুইটি পরিকল্পনা অনুযায়ী ভারতবর্ষ বিভক্তির কথা বলা হয় পরিকল্পনা এক অনুযায়ী শুধু পাঞ্জাব বিভক্তি পরিকল্পনা দুই অনুযায়ী পাঞ্জাবের সাথে সাথে বাংলাকেও বিভক্তির কথা বলা হয় তবে সেসময়ও সংখ্যাগরিষ্ঠ মানুষ বিভক্তি চায়নি

সরকার রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন সুলতানা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আলোচনা সভায় প্রায় প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সরব উপস্থিতি প্রমাণ করে আমরা সঠিক ইতিহাস জানতে চাই, শিখতে চাই

আলোচনা সভা সঞ্চালনা করেন বিভাগের সহকারি অধ্যাপক শাকিল আহম্মেদ এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের সাবেক অধ্যাপক নাসিম আখতার হোসাইন আব্দুল লতিফ মাসুম, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক কে এম মহিউদ্দিন, অধ্যাপক সামসুন্নাহার খানম, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে