সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

ঢাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ঢাবি প্রতিনিধি
  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০
ঢাবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

'তথ্যে তারুণ্যে নিত্য সত্যে' এই স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। এরপর টিএসসি প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দেশে সাংবাদিকদের যত সংগঠন আছে তার মধ্যে ঢাবি সাংবাদিক সমিতি হল অনন্য ও অন্যতম পথিকৃৎ। এই সংগঠনকে অনুসরণ করে দেশের বিভিন্ন ক্যাম্পাসে অনেক সংগঠন গঠিত হয়েছে। সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য সমাজের অসঙ্গতি তুলে ধরে ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখছে। পড়াশোনা শেষে ক্যাম্পাস সাংবাদিকরা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, তখনও তারা সামাজিকভাবে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়। তখনও তাদের মধ্যে একটি অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যার ফলে, সমাজে একটা ইতিবাচক প্রভাব পড়ে। এসময় তিনি সাংবাদিক সমিতি ও এর সকল সদস্যদের সার্বিক মঙ্গল কামনা করেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন ক্যাম্পাসে যারা সাংবাদিকতা করে তারা নিয়মিত শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সত্যের সন্ধানে তারা কাজ করে থাকে। এটা নিঃসন্দেহে ইতিবাচক দিক। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকলকে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে সর্বদা সত্য প্রকাশ করার আহবান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। ইতিমধ্যে এ সংগঠন বাংলাদেশে ক্যাম্পাস সাংবাদিকতার নেতৃত্ব দিচ্ছে। ক্যাম্পাস সাংবাদিকতার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এসময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রায়হানুল ইসলাম আবিরসহ অন্যান্য সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া, সাংবাদিক সমিতির বর্তমান সহ-সভাপতি মো. রাসেল সরকার, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল হুদা, কোষাধ্যক্ষ ইমদাদুল আজাদ এবং দপ্তর সম্পাদক মো. জাফর আলীসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশ ও জাতির বিভিন্ন সংকটেও রেখেছে গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে