সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ পেলেন জাবির ৩৪ শিক্ষার্থী

জাবি প্রতিনিধি
  ০৮ নভেম্বর ২০২৩, ১৭:২৬

‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি-২০২৩’ লাভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন কৃতি খেলোয়াড় শিক্ষার্থী। গত মঙ্গলবার বিকেল তিনটায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল মিলনায়তনে খেলোয়াড়দের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির জন্য মনোনীত প্রত্যেক খেলোয়াড়ের হাতে এককালীন ২৪ হাজার টাকার চেক তুলে দেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

শিক্ষা বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এই বৃত্তি কৃতি খেলোয়াড়দের আরও ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে।

নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা সুস্থ থাকা এবং সুস্থ জাতি গঠনের জন্য অপরিহার্য উল্লেখ করে উপাচার্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে